রোববার (১৩ এপ্রিল) সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে রাজধানী কুয়ালালামপুরের চৌকিত বাজারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছেন কুয়ালালামপুর অভিবাসন বিভাগের পরিচালক ওয়ান মোহাম্মদ সাউপি ওয়ান ইউসুফ।
আটক অভিবাসীদের মধ্যে ১৩ বাংলাদেশি ছাড়াও ৮০ জন ইন্দোনেশিয়ান, ৫ জন মিয়ানমার, ৪ জন ভারতীয় ও একজন ইয়েমেনের নাগরিক রয়েছেন। তাদের মধ্যে ৮০ জন পুরুষ ও ২৩ জন নারী রয়েছেন, যাদের সবার বয়স ২১ থেকে ৫৮ বছরের মধ্যে।
ওয়ান ইউসুফ আরও জানান, স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১৩৬ জনের কাগজপত্র যাচাই বাছাই শেষে ১০৩ জনকে বিভিন্ন অভিবাসন অপরাধের সন্দেহে আটক করা হয়েছে। যেখানে আইনশৃঙ্খলা বাহিনীর ৫২ জন সদস্য ও কর্মকর্তা অংশ নিয়েছিলেন।
আরও পড়ুন: মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ ৩২ অভিবাসী আটক
আটকদের বিরুদ্ধে মালয়েশিয়ার অভিবাসন আইনের ১৯৫৯/৬৩ সালের অভিবাসন আইনের ধারা ৬(১)(গ) এবং ধারা ১৫(১)(গ) এর অধীনে অভিযোগে তদন্ত করা হচ্ছে বলেও জানানো হয়।
বিদ্যমান পদ্ধতি অনুযায়ী পরবর্তী পদক্ষেপ এবং তদন্তের জন্য আটক সবাইকে ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে নিয়ে যাওয়া হয়েছে।
]]>