বুধবার (২২ অক্টোবর) আদালতের বিচারক আজুরা আলউই এই রায় দেন।
আদালত সূত্রে জানা যায়, দুই বছর আগে কেদাহ রাজ্যের বালিংয়ের একটি সেতু প্রতিস্থাপনের প্রকল্পের নির্মাণ সাইটে শ্রমিক সরবরাহের জন্য এই জালিয়াতি করা হয়েছিল। অভিযুক্তের বিরুদ্ধে ‘মার মেলর কন্সট্রাকশন’ এবং ‘নিয়েহা এন্টারপ্রাইজ এসডিএন বিএইচডি’ কোম্পানির সাব-কন্ট্রাক্ট চুক্তিপত্র ব্যবহার করার অভিযোগ আনা হয়।
এই অপরাধটি ২০২৩ সালের ৮ জুন পুত্রজায়ার ইমিগ্রেশন ডিপার্টমেন্টের এনফোর্সমেন্ট ডিভিশনে সংঘটিত হয়েছিল।
আরও পড়ুন: বিদেশি কর্মী নিয়োগে সুখবর দিলো মালয়েশিয়া
এটি মালয়েশিয়ার দণ্ডবিধির ৪৭১ ধারা অনুযায়ী অপরাধ, যা ৪৬৫ ধারা অনুযায়ী বিচার্য এবং এতে সর্বোচ্চ দুই বছর পর্যন্ত কারাদণ্ড বা জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে।
মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশনের ডেপুটি পাবলিক প্রসিকিউটর এম এস্থার জ্যাসিনথা অভিযুক্তকে শাস্তি দেয়ার জন্য উপযুক্ত শাস্তির আবেদন জানান, যাতে এটি একটি শিক্ষামূলক দণ্ড হয়।
]]>
৪ সপ্তাহ আগে
৭







Bengali (BD) ·
English (US) ·