স্থানীয় সময় বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুর ১টার দিকে দেশটির কেদাহ রাজ্যের ইয়ান জেলার গুয়ার চেমপেদাক এলাকার একটি বাড়িতে এই হত্যাকাণ্ড ঘটে।
স্থানীয় পুলিশ সুপার মোহাম্মদ হামিজি আবদুল্লাহ জানান, নিহত বাংলাদেশি সেতু নির্মাণ শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। কাজে দেরিতে পৌঁছানোয় ৪২ বছর বয়সি এক স্থানীয় সহকর্মীর সঙ্গে তার বিবাদ বাধে এবং অভিযুক্ত স্থানীয় নাগরিক তাকে বকাঝকা করেন।
নিহত বাংলাদেশির গলায় ফাঁস এবং ঠোঁটে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পুলিশের প্রাথমিক ধারণা, এটি একটি হত্যাকাণ্ড।
পুলিশের তদন্তে জানা গেছে, ঘটনাটি একটি একতলা ইটের বাড়িতে ঘটেছে, যেখানে সেতু নির্মাণ শ্রমিক হিসেবে মোট সাতজন থাকতেন। এর মধ্যে দু’জন স্থানীয় এবং পাঁচজন বাংলাদেশি।
আরও পড়ুন: বাংলাদেশিকে আটকে রাখার দায়ে মালয়েশিয়ায় ৪ জনের কারাদণ্ড-জরিমানা
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, পরিস্থিতি উত্তপ্ত হলে অভিযুক্ত স্থানীয় নাগরিক একটি ছোট রড হাতে নেন। এর জবাবে নিহত বাংলাদেশি রান্নাঘর থেকে একটি ছুরি নিয়ে এসে অভিযুক্তকে আঘাতের চেষ্টা করেছিলেন। এরপর অভিযুক্ত কাছাকাছি থাকা একটি তারের রিল থেকে তার টেনে এনে নিহত বাংলাদেশির গলায় ফাঁস লাগান। ধস্তাধস্তির এক পর্যায়ে অভিযুক্ত বুঝতে পারেন বাংলাদেশি শ্রমিক অচেতন হয়ে পড়েছেন। এরপর অভিযুক্ত নিজেই থানায় এসে ঘটনাটি রিপোর্ট করেন।
পুলিশ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত স্থানীয় নাগরিকসহ মোট ছয়জনকে আটক করেছে। আটকদের বয়স ২৯ থেকে ৪৪ বছরের মধ্যে, যাদের মধ্যে দু’জন স্থানীয় এবং চারজন বাংলাদেশি।
পুলিশ ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত তারের রিল, একটি ছুরি এবং একটি কংক্রিটের রড উদ্ধার করেছে। ঘটনাটি দণ্ডবিধির ৩০২ ধারা অনুযায়ী তদন্ত করা হচ্ছে। পুলিশ সুপার জানিয়েছেন, আটকদের রিমান্ডের জন্য আবেদন করা হবে।
]]>
৪ সপ্তাহ আগে
৪







Bengali (BD) ·
English (US) ·