মালয়েশিয়ায় অভিযানে চার বাংলাদেশিসহ আটক ১৭

১ সপ্তাহে আগে
মালয়েশিয়ায় অভিযান চালিয়ে চার বাংলাদেশিসহ ১৭ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে তেরেঙ্গানু রাজ্যের অভিবাসন বিভাগ।

শুক্রবার (৯ মে) মাজলিস বান্দারায়া কুয়ালা তেরেঙ্গানু (এমবিকেটি) বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

 

বাস টার্মিনাল এলাকায় বিদেশি নাগরিকদের অস্বাভাবিক ভিড় সম্পর্কে অভিযোগ পাওয়ার পর এই অভিযান পরিচালনা করেন তারা।

 

আরও পড়ুন:মালয়েশিয়ায় অভিবাসন বিভাগের অভিযানে বাংলাদেশিসহ আটক ১ হাজার ২৭০

 

অভিযানে প্রথমে ২৫৬ জন অভিবাসীর কাগজপত্র যাচাই বাছাই করা হয়। তার মধ্যে ১৭ জন বৈধ ভ্রমণ নথি দেখাতে ব্যর্থ হওয়ায় তাদের আটক করা হয়।

 

আটকদের মধ্যে ৪ বাংলাদেশি ছাড়াও ১১ জন মিয়ানমার এবং একজন করে পাকিস্তান ও ভারতের নাগরিক রয়েছেন। তাদের নাম পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ। তবে তাদের বয়স ১৫ থেকে ৫৩ বছরের মধ্যে বলে জানিয়েছে।

 

আটকদের মধ্যে একজন জাল নথি দেখিয়ে আইন প্রয়োগকারী কর্মকর্তাদের প্রতারিত করার চেষ্টা করেছে বলেও জানা গেছে।

 

আটকদের পরবর্তী পদক্ষেপের জন্য হুলু তেরেঙ্গানুর আজিল ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে আটক রাখা হয়েছে। দেশটির ১৯৫৯ সালের অভিবাসন আইনের ৬(১)(সি) ধারা অনুযায়ী তদন্ত চলছে।

 

আরও পড়ুন:মালয়েশিয়া / মার্কিন নারীকে শ্লীলতাহানির দায়ে বাংলাদেশি শিক্ষার্থীকে জরিমানা

]]>
সম্পূর্ণ পড়ুন