রাজধানী কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর (কেএলআইএ) এর টার্মিনাল ১ থেকে তাকে এবং তার ব্যবহৃত গাড়িটি জব্দ করা হয়।
রোববার (২ নভেম্বর) সেলাঙ্গর রাজ্যের সড়ক পরিবহন বিভাগ এক বিবৃতিতে এ আটকের খবর নিশ্চিত করে। বিবৃতিতে বলা হয়, শুক্রবার নিবিড় নজরদারি ও পর্যবেক্ষণের মাধ্যমে অবৈধ পরিবহনকারী ওই বাংলাদেশি চালককে আটক করা সম্ভব হয়েছে।
জেপিজের প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই বাংলাদেশি চালক কেএলআইএ টার্মিনাল ১ থেকে তিন বাংলাদেশি যাত্রীকে কুয়ালালামপুরের বুকিত বিনতাংয়ের অ্যাজাইল রেসিডেন্সে পৌঁছে দেয়ার জন্য ৮০ রিঙ্গিত ভাড়ার প্রস্তাব দিয়েছিল। গন্তব্যে পৌঁছানোর পর এই অর্থ পরিশোধ করার কথা ছিল।
আরও পড়ুন: মালয়েশিয়ায় বাংলাদেশের নতুন হাইকমিশনারের সাথে এমবিএফএ’র সৌজন্য সাক্ষাৎ
সড়ক পরিবহন বিভাগ জানিয়েছে, এই অবৈধ কার্যকলাপের জন্য পাবলিক ল্যান্ড ট্রান্সপোর্ট অ্যাক্ট ২০১০ এর ধারা ২০৫(১) অনুযায়ী ব্যবস্থা নেয়া হয়েছে। এই ধারায় দোষী সাব্যস্ত হলে অভিযুক্তের ৫০ হাজার রিঙ্গিত পর্যন্ত জরিমানা অথবা পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে।
জেপিজে সতর্ক করে বলেছে, যেসব বিদেশি নাগরিক এইসব অবৈধ কার্যক্রমে সহযোগিতা করবে তাদের বিরুদ্ধেও একই আইনের ধারা ২৪৩(১) অনুযায়ী অভিযোগ আনা হতে পারে।
জেপিজে জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে, যাত্রীরা যেন কেএলআইএ টার্মিনাল ১ এবং ২ এর অফিসিয়াল কাউন্টারের মাধ্যমে বৈধ পরিবহন পরিষেবা ব্যবহার করেন অথবা নিবন্ধিত ই-হেলিং বুকিং ব্যবহার করেন।
]]>
১৩ ঘন্টা আগে
৩








Bengali (BD) ·
English (US) ·