এই উপলক্ষে দেশটির ভেলানা আন্তর্জাতিক বিমানবন্দরে একটি জমকালো অনুষ্ঠানের আয়োজন করে দেশটির পর্যটন মন্ত্রণালয়।
এই ইতিহাসের সাক্ষী ছিলেন অস্ট্রেলিয়ান স্বামী ও দুই সন্তানের সঙ্গে মালদ্বীপে ঘুরতে আসা এক নারী। যার নাম অ্যাস্ট্রিড ডিরনেগার। ভেলেনা আন্তর্জাতিক বিমানবন্দরে ওই নারীকে মালদ্বীপের পর্যটন মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বর্ণিল আয়োজনের মাধ্যমে স্বাগত জানায়।
ভাগ্যবান এই অস্ট্রেলিয়ান পরিবারটিকে সাই-লেগুন রিসোর্টে ছয় দিনের একটি ফ্রি প্যাকেজ অফার করে মালদ্বীপ কর্তৃপক্ষ। সেইসঙ্গে পেয়েছেন বিশেষ উপহারও।
আরও পড়ুন: মালদ্বীপে ২৪.১২.২৪-এ বিয়ের ধুম!
পরিবারটিকে স্বাগত জানিয়ে, আগামী বছরও লক্ষ্যমাত্রা পূরণ হবে বলে আশা প্রকাশ করেন মালদ্বীপের পর্যটনমন্ত্রী। যা বিশ্বাস করেন সংশ্লিষ্টরা।
এখানকার পরিবেশ আর প্রাকৃতিক দৃশ্য সত্যিই মুগ্ধ করার মতো। সেইসাথে বসবাসরত প্রবাসীদের আতিথেয়তায় মুগ্ধ বাংলাদেশি পর্যটকরা।
আরও পড়ুন: মালদ্বীপের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি চূড়ান্ত পর্যায়ে: হাইকমিশনার
চলতি মৌসুমে অর্জিত ২০ লাখ পর্যটকের লক্ষ্যমাত্রা নিয়ে, নতুন বছরে ২৩ লাখ পর্যটক আকর্ষণের লক্ষ্য নির্ধারণ করেছে মালদ্বীপ।