মালদ্বীপকে হারিয়ে টুর্নামেন্ট শুরু বাংলাদেশের

৪ সপ্তাহ আগে
মালদ্বীপকে উড়িয়ে কাভা কাপ ভলিবল শুরু করেছে বাংলাদেশ। এছাড়া উদ্‌বোধনী দিনে নেপালের বিপক্ষে জয় পেয়েছে তুর্কমেনিস্তান। আরেক ম্যাচে আফগানিস্তানকে হারিয়েছে শ্রীলঙ্কা।

বুধবার (২২ অক্টোবর) মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সেন্ট্রাল এশিয়া ভলিবল অ্যাসোসিয়েশনের (কাভা) টুর্নামেন্ট কাভা কাপের রাউন্ড রবিন লিগ শুরু হয়েছে। উদ্‌বোধনী দিনে মাঠে গড়িয়েছে ৩টি ম্যাচ। 

 

তিন ম্যাচের মধ্যে বাংলাদেশ ও তুর্কমেনিস্তান পেয়েছে সহজ জয়। শুধু শ্রীলঙ্কাকে ঘাম ঝরাতে হয়েছে আফগানদের বিপক্ষে। তবুও হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শেষ পর্যন্ত জয় পায় লঙ্কানরা। 

 

আরও পড়ুন: জাতীয় সাঁতার প্রতিযোগিতায় একাধিক রেকর্ড গড়লেন রাফি

 

খেলার শুরুতে বাংলাদেশকে ভালোই চ্যালেঞ্জ জানায় মালদ্বীপ। প্রথম ও তৃতীয় সেটে বাংলাদেশকে কিছুটা চাপে ফেলেছিল তারা। তবে সেই চাপ ভালোভাবেই সামাল দেয় লাল-সবুজের দল।  

 

প্রথম সেটে বাংলাদেশের সঙ্গে লড়াই করেছে মালদ্বীপ। তবুও লাল-সবুজরা জেতে ২৫-২১ পয়েন্টে। তবে দ্বিতীয় সেটে কোনো চ্যালেঞ্জই জানাতে পারেনি মালদ্বীপ। ২৫-১৩ সেটের ব্যবধানে সেই সেট জিতে নেয় বাংলাদেশ। তৃতীয় সেটেও প্রথম সেটের মতো ২৫-২১ পয়েন্টে জিতে হরসিতরা। আর এই জয়ে কাভা কাপে শুভসূচনা করলো বাংলাদেশ। 

 

আরও পড়ুন: ফার্স্ট ডিভিশন দিয়েই শুরু হচ্ছে ঘরোয়া সূচি, সম্মতি দিয়েছে সব ক্লাব

 

দিনের আরেক খেলায় অনায়াসে জয় পেয়েছে তুর্কমেনিস্তান। নেপালকে তারা দাঁড়াতেই দেয়নি। সরাসরি ৩-০ সেটে নেপালকে হারায় তুর্কমেনিস্তান। 

 

তবে জমজমাট লড়াই হয়েছে শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচে। দুই দলই লড়াই করেছে সমানে সমান। কেউ কাউকে এতটুকুও ছাড় দেয়নি। হাড্ডাহাড্ডি সেই লড়াইয়ের পর শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে জিতেছে শ্রীলঙ্কা।

]]>
সম্পূর্ণ পড়ুন