মার্টিনেজের `ভুলে' বড় মাইলফলক ছুঁলেন সালাহ

১৩ ঘন্টা আগে
রাতটিকে এমি মার্টিনেজ হয়তো ভুলেই যেতে চাইবেন, ডমিনিক সবসলাইয়ের দুটিসহ প্রথমার্ধে আরও কয়েকটি গোলের সুযোগ রুখে দেওয়ার পর এক ভুলে অ্যাস্টন ভিলাকে পিছিয়ে দেন। বল বাড়িয়েছিলেন সতীর্থের উদ্দেশে, কিন্তু চলে যায় মোহামেদ সালাহর কাছে। সময় না দিয়ে মিশরীয় ফরোয়ার্ড প্রথম টাচেই বল জালে পাঠান।

ভুল পাস দিয়ে মার্টিনেজ দাঁড়িয়ে দাঁড়িয়ে কেবল সালাহর গোল করা দেখেছেন। নূন্যতম প্রতিরোধ দেখানোর সুযোগটুকু পর্যন্ত পাননি। সব প্রতিযোগিতা মিলিয়ে লিভারপুলের জার্সিতে এটা সালাহর ২৫০তম, তার চেয়ে বেশি গোল আছে মাত্র দুজনের—ইয়ান রুশ (৩৪৬) ও রজার হান্ট (২৮৫)।


প্রিমিয়ার লিগে এটা ছিল সালাহর ১৮৮তম গোল, নামের পাশে ৮৮টি অ্যাসিস্টও আছে। দুইয়ে মিলে ২৭৯, যা চেলসির সাবেক ‍ফুটবলার ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের সমান। প্রিমিয়ার লিগে গোলে অবদান রাখার হিসেবে এই ২৭৯টির চেয়ে ভালো পরিসংখ্যান আছে আর দুজনের। অ্যালান শিয়েরার করেছেন ৩২৪টি গোল-অ্যাসিস্ট, ওয়াইন রুনি ৩১১টি।


সালাহর গোলের পর গোল করেছেন রায়ান গ্রেভেনবার্চ। তাতে লিভারপুল জিতেছে ২-০ গোলে, লিগে টানা ৪ ম্যাচ হারের পর এটা তাদের জয়ে ফেরা। এরমধ্যে ক্রিস্টাল প্যালেস, চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে হারগুলো ২-১ ব্যবধানে, ব্রেন্টফোর্ডের বিপক্ষে হেরেছিল ৩-২ গোলে।


আরও পড়ুন: সহজ জয়ে শীর্ষস্থান আরও মজবুত করলো আর্সেনাল, হোঁচট খেলো ম্যানইউ


১০ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে লিভারপুল এখন টেবিলের তিন নম্বরে, তৃতীয় স্থানে থাকা বোর্নেমাউথেরও পয়েন্ট ১৮। ২৫ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে আর্সেনাল।


জয়ে ফিরেছে চেলসিও

প্রিমিয়ার লিগে গতকাল সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচটি ছিল চেলসি ও টটেনহ্যামের। চেলসি ম্যাচে আধিপত্য দেখিয়েছে, জয়টাও গেছে তাদের ভাগ্যে। ব্রাজিলিয়ান স্ট্রাইকার হোয়াও পেড্রোর গোলে ১-০ ব্যবধানে জিতেছে তারা। লিগে ৭ ম্যাচ পর এটা পেড্রোর প্রথম গোল, সবশেষ করেছিলেন গত আগস্টে ফুলহ্যামের বিপক্ষে।


চেলসির লিভারপুলের চেয়ে এক পয়েন্ট কম, টেবিলে তাদের স্থান পাঁচ নম্বরে। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থাকায় টটেনহ্যাম চারে।

]]>
সম্পূর্ণ পড়ুন