কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার কাছে হারের ক্ষতটা যে এখনও কুড়ে কুড়ে খাচ্ছে ফরাসি খেলোয়াড়দের, তা অবশ্য স্পষ্ট। এক এমিলিয়ানে মার্টিনেজের ওপর এত ক্ষোভ তাদের! পিএসজির ফরাসি এক তারকা তো বলেই ফেললেন, মার্টিনেজকে পেয়ে বিশ্বকাপের প্রতিশোধ নিতে চান তিনি। তার বিপক্ষে যত বেশি সম্ভব গোলও করতে চান।
আরও পড়ুন: প্যারিসে পিএসজি সমর্থকদের সঙ্গে অ্যাস্টন ভিলার সমর্থকদের ব্যাপক সংঘর্ষ
প্রতিপক্ষের ওপর মনস্তাত্ত্বিক চাপ তৈরি করতে বেশ পটু এমিলিয়ানো মার্টিনেজ। পিএসজির বিপক্ষে খেলতে যাওয়ার পথে বিশ্বকাপ ও কোপা আমেরিকার ছবি খচিত ক্যাপ পরে ফ্রান্সে হাজির আর্জেন্টাইন এই গোলরক্ষক। আর তাতেই গুঞ্জন উঠেছে, পিএসজিতে থাকা ফরাসি ফুটবলারদের ওপর মানসিক চাপ বাড়াতেই মার্টিনেজের এমন কাণ্ড।

চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে রাতে পিএসজির বিপক্ষে মাঠে নামবে অ্যাস্টন ভিলা। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে পিএসজির ফ্রেঞ্চ তারকা দিজিরে দুয়ে বলেছেন, ‘এমি অন্য যে কারোর মতো একজন গোলরক্ষক হলেও সে আর্জেন্টিনা জাতীয় দলের গোলরক্ষক। তাই আমাদের ফরাসি খেলোয়াড়দের মাঝে প্রতিশোধ মনোভাব জাগতেই পারে।’
আরও পড়ুন: রাতে বরুশিয়ার মুখোমুখি বার্সেলোনা, ফ্লিকের দল নিয়ে সাবধানী ডর্টমুন্ড কোচ
এমিলিয়ানো মার্টিনেজের বিপক্ষে যত বেশি সম্ভব গোল করতে চান দুয়ে। ‘তার বিপক্ষে আমি এখনও খেলিনি। তবে অবশ্যই লক্ষ্য থাকবে যত বেশি সম্ভব গোল আদায় করে নেয়া।’
শক্তিমত্তার দিক থেকে পিএসজির চেয়ে কিছুটা পিছিয়েই আছে অ্যাস্টন ভিলা। বর্তমানে নিজেদের সেরা ছন্দে আছে ফ্রান্সের ক্লাবটি। চ্যাম্পিয়ন্স লিগের সবশেষ রাউন্ডে শক্তিশালী লিভারপুলকে হারিয়েছে পিএসজি।
]]>