মার্চের আগে অন্তত পাঁচটি ফ্রেন্ডলি ম্যাচ খেলার পরিকল্পনা বাফুফের

৩ দিন আগে
আগামী মার্চে অস্ট্রেলিয়ায় বসতে যাচ্ছে উইমেন্স এশিয়ান কাপের আসর। এশিয়ার মঞ্চে এবারই প্রথমবার অংশগ্রহণ করতে যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। তবে তার আগে মেয়েদের প্রস্তুতিটাও হওয়া চায় ঠিকঠাক। যার জন্য অস্ট্রেলিয়া রওনা হওয়ার আগে অন্তত পাঁচটি ফ্রেন্ডলি ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে বাফুফের।

আগামী মার্চে অস্ট্রেলিয়ায় উইমেন্স এশিয়ান কাপের প্রস্তুতির অংশ হিসেবে ঢাকায় ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলবে বাংলাদেশ। পৃষ্ঠপোষকের নাম ঘোষণা আর ‘মিশন অস্ট্রেলিয়া’ নিয়ে রোববার (২৩ নভেম্বর) বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে কথা বলেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল। 

 

আরও পড়ুন: সুযোগ পেয়ে বার্সাকে ধুয়ে দিলেন রিয়ালের প্রেসিডেন্ট

 

সংবাদ সম্মেলনে নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তারের অনুপস্থিতির কারণ জানতে চাইলে সোজাসাপটা উত্তর দেন তাবিথ আউয়াল। বললেন, ‘বাফুফের ইন্টারনাল মিস কমিউনিকেশনের কারণে সবাইকে জানানো হয়নি। সে কারণে সময়মতো আমাদের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার পৌঁছাতে পারেননি। অবশ্যই নেক্সট যখন দল নিয়ে প্রেস কনফারেন্স হবে, ওখানে আপনারা ওনাকে দেখতে পারবেন।’  

 

এর সঙ্গে ক্ষমাও চাইলেন তিনি, ‘আমি এই মিস কমিউনিকেশনের জন্য ক্ষমা চাচ্ছি। প্রেসিডেন্ট হিসেবে সব দোষ আমার ঘাড়ে নিচ্ছি।’ 

 

গত বছর সাফ জয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের জন্য দেড় কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছিল বাফুফে। সেই অর্থ আগামী ৩১ ডিসেম্বরের মধ্যেই মেয়েদের হাতে তুলে দেওয়া হবে বলে জানালেন তাবিথ। ‘আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি এই ৩১ ডিসেম্বরের মধ্যে আমরা এই প্রতিশ্রুতিটা পূরণ করে ফেলবো।’ 

 

আরও পড়ুন: সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের আতিথেয়তা সাদিও মানের হৃদয় ছুঁয়ে গেছে

 

এশিয়ান কাপকে সামনে রেখে বেশি বেশি ম্যাচ খেলায় জোর দিচ্ছে বাফুফে। পরিকল্পনা হলো মার্চের আগে পাঁচটি ফ্রেন্ডলি ম্যাচ খেলানো। তাবিথ আউয়াল বললেন, ‘আমাদের জাতীয় দল যত বেশি ভালো মানের ফ্রেন্ডলি ম্যাচ খেলতে পারবে, তত বেশি এশিয়ান পর্যায়ে আমরা উপকৃত হবো। তাই যাওয়ার আগে আমরা আরও কিছু ম্যাচ আয়োজন করার চেষ্টা করছি। ফিফা উইন্ডোর বাইরে অন্তত তিনটা ম্যাচ খেলতে চাইবো।’ 

 

আগামী বুধবার (২৬ নভেম্বর) থেকে ঢাকায় শুরু হচ্ছে ত্রিদেশীয় টুর্নামেন্ট। প্রথম ম্যাচে বাংলাদেশ খেলবে মালয়েশিয়ার বিপক্ষে। ২ ডিসেম্বর দ্বিতীয় ম্যাচে আজারবাইজানের মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা।

]]>
সম্পূর্ণ পড়ুন