চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন আইয়ার। পুরো টুর্নামেন্টে শ্রেয়াস করেছেন ২৪৩ রান। আইয়ার মাসসেরার পুরস্কার জেতার ফলে টানা দুই মাস ভারতের ক্রিকেটাররাই জিতল এটি। ফেব্রুয়ারিতে সেরা হয়েছিলেন শুবমান গিল।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে মিডল অর্ডারে মুখ্য ভূমিকা রেখেছেন আইয়ার। মার্চে তিন ম্যাচে ৫৭.৩৩ গড়ে তুলেছেন ১৭২ রান। স্ট্রাইক রেট ছিল ৭৭.৪৭। তার মধ্যে ছিল দর্শনীয় কিছু ইনিংস। নিউজিল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে খেলেছেন ৭৯ রানের ইনিংস। পরে সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬২ বলে ৪৫ ও ফাইনালে কিউইদের বিপক্ষে খেলেছেন ৪৮ রানের কার্যকরী ইনিংস। গুরুত্বপূর্ণ সময়ে হাল ধরার সঙ্গে জুটি গড়ার সামর্থ্য ভারতকে শিরোপা জিততে সহায়তা করেছে।
আরও পড়ুন: পুমার ৩০০ কোটি রুপির চুক্তির প্রস্তাব ফিরিয়ে দিলেন কোহলি
মাসসেরা হয়ে আইয়ার উচ্ছ্বাস প্রকাশ করে বলেছেন, ‘আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ হয়ে আমি সত্যিকার অর্থেই নিজেকে সম্মানিত মনে করছি। এই স্বীকৃতি আমার জন্য অবিশ্বাস্যরকমের বিশেষ কিছু। এমনটা পেলাম সেই মাসে, যেই মাসে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছি। এই মুহূর্তটি আমি আজীবন মনে রাখবো।’
এদিকে নারী ক্রিকেটে মার্চ মাসের সেরা হয়েছে জর্জিয়া ভল। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের চতুর্থ মাসেই মাসসেরার খেতাব জিতে নিলেন অস্ট্রেলিয়ার এই আগ্রাসী ওপেনার।