মঙ্গলবার (১০ আগস্ট) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ আদালতের বিচারক এস এম জিল্লুর রহমান এ আদেশ দেন বলে জানান রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ তাওহীদুল আনোয়ার।
সাজাপ্রাপ্ত তারিকুল ইসলাম ওরফে ছুইল্ল্যা তারেক কক্সবাজার পৌরসভার মোহাজের পাড়ার বাসিন্দা ফরিদুল আলমের ছেলে।
মামলার বাদী এলিজাবেথ হেলটন কিম্মেল একজন মার্কিন নাগরিক। স্বামীর চাকরি সূত্রে তিনি কক্সবাজার শহরের জলিলের মোড় এলাকার শাহীন টাওয়ারে বসবাস করেন।
আরও পড়ুন: ‘কেনা শাড়ি পাল্টানো’ নিয়ে নারীর শ্লীলতাহানির অভিযোগে মামলা
মামলার নথির বরাতে তাওহীদুল আনোয়ার জানান, মঙ্গলবার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হয়। এতে আসামির বিরুদ্ধে সাত বছরের কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানার আদেশ দেন আদালত। এ ছাড়া অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডাদেশও দেয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
গত ১০ মার্চ সকালে মার্কিন নারী নাগরিক এলিজাবেথ হেলটন কিম্মেল অপর এক নারী সঙ্গীকে নিয়ে প্রতিদিনের ন্যায় প্রাতঃভ্রমণে বের হন। এক পর্যায়ে তিনি সার্কিট হাউজ এলাকায় পৌঁছান। এ সময় তারিকুল ইসলাম তাকে জাপটে ধরে শ্লীলতাহানি করেন।
আরও পড়ুন: দর্শনার্থীর শ্লীলতাহানি, রবীন্দ্র কাছারিবাড়ির ১০ কর্মচারীর বিরুদ্ধে মামলা
পরে এ ঘটনায় ওইদিন ভুক্তভোগী নারী বাদী হয়ে কক্সবাজার সদর থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করেন।
তিনি বলেন, ‘মামলা দায়ের হওয়ার দুদিন পর গত ১২ মার্চ পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দেয়। পরে গত ১৮ মার্চ আদালত চার্জগঠন করে। এরই ধারাবাহিকতায় গত ২১ মার্চ থেকে আদালত বিচারকাজ শুরু করে।’