মার্কিন চাপের মুখে এক হচ্ছে তিন পরাশক্তি

২ সপ্তাহ আগে
মার্কিন চাপের মুখে এক হচ্ছে তিন পরাশক্তি চীন, রাশিয়া ও ভারত। আগামী সপ্তাহে চীনের থিয়েনচিনে আয়োজিত নিরাপত্তা সম্মেলনে একই মঞ্চে উঠবেন শি জিনপিং, ভ্লাদিমির পুতিন আর নরেন্দ্র মোদি।

অতিরিক্ত শুল্ক আরোপকে হাতিয়ার করে বিশ্ব বাণিজ্যকে হুমকির মুখে ঠেলে দেয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কার্যকলাপের মধ্যেই শক্তি জানান দিতে এক হচ্ছেন তারা।

 

আগামী ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর চীনের উত্তরাঞ্চলীয় বন্দরনগরী থিয়েনচিনে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি আঞ্চলিক নিরাপত্তা সম্মেলন। ওই সম্মেলন উপলক্ষে এক মঞ্চে থাকবেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ভারতের প্রধানমন্ত্রী নরন্দ্রে মোদি। 

 

এ সম্মেলনের আয়োজন করেছে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন। এতে রাশিয়া, ভারত ও চীনের পাশাপাশি মধ্য এশিয়া, মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার ২০টিরও বেশি দেশের নেতারা অংশ নেবেন।

 

আরও পড়ুন: ভারতের ছাড়া পানিতে বন্যা, বাঁধ উড়িয়ে দিলো পাকিস্তান!

 

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, শুল্ক আরোপ নিয়ে ট্রাম্পের বাড়াবাড়ি কর্মকাণ্ডের মধ্যেই এক মঞ্চে শি, পুতিন ও মোদির এ উপস্থিতি হবে গ্লোবাল সাউথ বা বৈশ্বিক দক্ষিণাঞ্চলীয় দেশগুলোর অর্থনীতি, নিরাপত্তাসহ নানা বিষয়ে শক্তিশালী সংহতির দারুণ দৃষ্টান্ত।

 

এছাড়া এ বৈঠক হবে মার্কিন বিভিন্ন নিষেধাজ্ঞায় জর্জরিত রাশিয়ার জন্যও একটি কূটনৈতিক বিজয়। ইউক্রেন যুদ্ধের কারণে পশ্চিমা নেতাদের সঙ্গে দূরত্ব তৈরি হলেও পুতিন এখানে মঞ্চ ভাগ করবেন শি ও মোদির সঙ্গে।

 

ভারতের প্রধানমন্ত্রী মোদি প্রায় সাত বছর পর চীন সফরে যাচ্ছেন। ২০২০ সালে সীমান্ত সংঘাতের পর থেকে দুই দেশের সম্পর্ক ছিল উত্তেজনাপূর্ণ। তবে সাম্প্রতিক সময়ে উত্তেজনা প্রশমনে পদক্ষেপ নেওয়ায় এ সফরকে তাৎপর্যপূর্ণ ধরা হচ্ছে। 

 

আরও পড়ুন: তিব্বতে চীনের বাঁধের জবাবে অরুণাচলে পাল্টা প্রকল্প ভারতের

 

পর্যবেক্ষকদের মতে, শি-মোদির বৈঠক সীমান্ত থেকে সেনা প্রত্যাহার, বাণিজ্যিক ছাড় এবং ভিসা নীতি সহজীকরণের মতো ঘোষণার পথ তৈরি করতে পারে।

]]>
সম্পূর্ণ পড়ুন