সেঞ্চুরিয়নের বক্সিং ডে টেস্টে একপ্রান্তে উইকেটের মিছিল শুরু হলেও অনবদ্য লড়াই করেছেন ওপেনিংয়ে নামা মার্করাম। দলের লিড ২ হওয়ার পর খুররাম শেহজাদের বলে উইকেটের পেছনে মোহাম্মদ রিজওয়ানকে ক্যাচ দেন তিনি। ৫৫.৫ ওভার পর্যন্ত মাঠে ছিলেন তিনি। ১৪৪ বলে ৮৯ রান করতে ১৫ চারে ইনিংস সাজান এই ব্যাটার।
এরপর করবিন বোশ যা করেছেন, তা অবিশ্বাস্যই। মার্করাম ছাড়া অন্যরা যেখানে পঞ্চাশও করতে পারেননি, করবিন করেছেন ৮১ রান। এটা তাকে রেকর্ডবুকে জায়গা করে দিয়েছে। টেস্ট অভিষেকে ৯ নম্বরে নামাদের মধ্যে তার ইনিংসটিই এখন সর্বোচ্চ। যা আগে ছিল শ্রীলঙ্কার মিলান রাথানায়েকের। চলতি বছরই ওল্ড ট্রাফোর্ডে ইংল্যান্ডের বিপক্ষে ৭২ রান করেছিলেন তিনি। ৯৩ বলে মার্করামের মতো করবিনও ১৫টি চার মেরেছেন।
আরও পড়ুন: বাংলাদেশের দুঃস্মৃতি ফিরিয়ে জিম্বাবুয়ের রেকর্ড রান
মার্করাম ও করবিনের ব্যাটে ৩০১ রান করে ৯০ রানের লিড পায় স্বাগতিক দল। পাকিস্তানের হয়ে ৩টি করে উইকেট নেন শেহজাদ ও নাসিম শাহ। আমের জামাল পান ২ উইকেট। ১টি করে উইকেট নেন মোহাম্মদ আব্বাস ও সাইম আয়ুব।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা পাকিস্তান লিড নেয়ার আগেই ৩ উইকেট হারিয়ে ফেলেছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বোর্ডে তাদের ৭৫ রান। দুটি উইকেট নিয়েছেন মার্কো ইয়ানসেন, কাগিসো রাবাদার একটি।