বুধবার (২৭ নভেম্বর) রাত ১১টা দশ মিনিটের দিকে নিজেদের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এ মন্তব্য করেন তারা। দুজনে একই পোস্ট ফেসবুকে শেয়ার করেন।
পোস্টে তারা আরও লেখেন, ‘আমরা আবরার ও আলিফের উত্তরসূরী। মনে রেখো-শহীদেরা মরে না।’
আরও পড়ুন: সাইফুলের জানাজায় হাসনাত-সারজিস
এর আগে বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রামের লোহাগাড়ায় হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমের গাড়িবহরে থাকা একটি প্রাইভেটকারকে চাপা দেয় ট্রাক। এতে প্রাইভেটকারটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।
হাসনাত ও সারজিস দুজনেই সুস্থ রয়েছেন বলে জানিয়েছে চট্টগ্রাম পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল।
এ ঘটনায় ট্রাকচালককে আটক করা হয়েছে বলেও জানান তিনি।