মানিকগঞ্জে যুবককে মাথা থেঁতলে হত্যা

২ সপ্তাহ আগে
মানিকগঞ্জের সিংগাইরে জাকির হোসেন (৪৩) নামে এক যুবককে মাথা থেঁতলে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) ভোরে বকচর রাস্তার নুরুল ইসলামের বাড়ির সামনে থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত জাকির হোসেন উপজেলার চান্দহর ইউনিয়নের চারচামটা গ্রামের মৃত বুদ্দু মিয়ার ছেলে এবং দুই সন্তানের জনক। 


নিহতের স্ত্রী সানোয়ারা বেগম জানান, সোমবার (২৪ নভেম্বর) রাত ৮টার দিকে প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে বাড়ির পাশের আনন্দবাজারে চা পান করতে যান জাকির। এরপর আর তিনি বাড়িতে ফেরেননি।


আরও পড়ুন: লক্ষ্মীপুরে প্রতিবেশীর হামলায় থেঁতলে গেল নবজাতকের মাথা, আহত ২ নারী


মঙ্গলবার ভোর ৪টার দিকে এক সবজি চাষি তাকে খবর দেন, তার স্বামীর মরদেহ রাস্তার পাশে পড়ে আছে। ঘটনাস্থলে গিয়ে তিনি দেখেন স্বামীকে (জাকির) মাথা থেঁতলে হত্যা করা হয়েছে।


সানোয়ারা বেগম আরও বলেন, ‘আমার স্বামীকে কেন হত্যা করা হলো? তা জানি না। আমি এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই।’


আরও পড়ুন: পরকীয়া সন্দেহে স্ত্রীকে হাতুড়ি দিয়ে মাথা থেঁতলে হত্যা


স্থানীয়রা জানান, নিহত জাকির বিভিন্ন স্থানে মাছ ধরে বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। তবে তিনি মাদকাসক্ত ছিলেন এবং আগে একাধিকবার মাদক মামলায় কারাভোগ করেছেন।


এ বিষয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে ও এম তৌফিক আজম বলেন, ‘জাকির হোসেন নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে এখনো কেউ লিখিত অভিযোগ দেননি। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

]]>
সম্পূর্ণ পড়ুন