পুলিশ জানায়, প্রতিবেশী রহমানের সঙ্গে দীর্ঘদিন ধরেই বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল মুজাফফরের। আজ বিকালে, সীমানা বিরোধকে কেন্দ্র করে, প্রতিবেশী রহমানের সঙ্গে ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে রহমান প্রতিবেশী মুজাফফরকে রড দিয়ে আঘাত করেন।
এতে মুজাফফর গুরুতর আহত হন। স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ মুজাফফরের মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
আরও পড়ুন: যশোরে ছুরিকাঘাতে যুবক খুন, আটক ৩
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় জড়িত রহমানকে গ্রেফতারের চেষ্টা চলছে। এখনও কোনো মামলা হয়নি। দ্রুত সময়ের মধ্যে তাকে গ্রেফতারের আশ্বাস দিয়েছেন ওসি।
]]>