মানহীন ডিপিএল নিয়ে খেলোয়াড়-ম্যানেজমেন্টের ক্ষোভ

৩ সপ্তাহ আগে
ক্রিকেটের উন্নয়ন নয় বরং শধু চলার জন্যেই চলছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। দলগুলোতে নেই পর্যাপ্ত কোচিং স্টাফ, পারফরম্যান্স অ্যানালিস্টের রোলটাও বিলাসিতার নাম। ভেন্যুর দূরত্ব, চৈত্রের গরম আর রমজানের কারণে, ক্রিকেটাররাও দিতে পারেন না সর্বোচ্চ। এই নিয়ে ক্ষোভ বাড়ছে খেলোয়াড়-ম্যানেজমেন্টের।

সময়ের সঙ্গে ক্রিকেটটা বদলে গেছে অনেক, মাঠের মতো খেলাটা এখন অনেকটা মাঠের বাইরেরও।

 

ব্যাটিং-বোলিং কোচের মতো পারফরম্যান্স কিংবা কম্পিউটার অ্যানালিস্টরাও এখন সমান গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিকে তো বটেই, ঘরোয়া আর বয়সভিত্তিকের কোচিং স্টাফেও তাদের সম্পৃক্ততা নিশ্চিত করছে ক্রিকেট খেলুড়ে দেশগুলো। ব্যতিক্রম কেবল বাংলাদেশ। দেশের একমাত্র লিস্ট এ টুর্নামেন্ট ডিপিএলেই, পারফরম্যান্স অ্যানালিস্ট নেই মোহামেডান-রূপগঞ্জের মতো হেভিওয়েট দলগুলোর।

 

এ বিষয়ে আবাহনীর কোচ হান্নান সরকার বলেন, ‘১২টি দলের খবর নিলে কোথাও কম্পিউটার অ্যানালিস্ট বা পারফরম্যান্স অ্যানালিস্ট পাবেন না, কিন্তু আমার দলে রয়েছে। এগুলো পারফরম্যান্স করার ক্ষেত্রে বড় ভূমিকা রাখে। সে পরিকল্পনগুলো আমি প্রথম থেকেই করেছি। এমনকি ক্লাব থেকেও আমি অনুমতি নেয়ার প্রয়োজন মনে করিনি, আমি নিজেই সিদ্ধান্ত নিয়েছি। ঢাকা প্রিমিয়ার লিগে আপনি দেখবেন কিছু কিছু দল হোঁচট খেয়েছে। কারণ ওই টিমের ছোট দলগুলো সম্পর্কে জানা নেই। আমার কোনো খেলোয়াড় বলতে পারবে না, বিপক্ষ দলের খেলোয়াড় সম্পর্কে জানে না।’

 

আরও পড়ুন: হাসপাতাল থেকে বাসায় ফিরলেন তামিম

 

কেবল কৌশলগত দিক দিয়েই নয়, ঢাকা প্রিমিয়ার লিগ যোজন যোজন পিছিয়ে মাঠের ক্রিকেটের হিসেবেও। জ্যাম ঠেলে সাভারের বিকেএসপি, আর চৈত্রের গরমে অন্তত ৫০ ওভারের ক্রিকেটটা যে হয় না, তা স্বীকার করলেন তাসকিন আহমেদ।

 

টাইগার এ পেসার বলেন, ‘আমাদের কন্ডিশনে ৫০ ওভারের খেলা চারটিখানি বিষয় না। রোদ থাকে, জার্নি করে, রোজা রাখছেন; ইফতার থেকে ভোরবেলা পর্যন্ত পর্যাপ্ত রিকোভারি হয় না। পারফরম্যান্স খারাপ হয়, ইনজুরির ঝুঁকি থেকে যায়।’

 

এই যখন অবস্থা, তখন দেশের শীর্ষস্থানীয় লিগের মান নিয়ে প্রশ্ন ওঠাটাও তো স্বাভাবিক।

 

তাসকিন বলেন, ‘সব বিভাগেই আমরা পেছানো। আগের থেকে উন্নতি হচ্ছে। কিন্তু যে জিনিসটা দুই-চার বছর আগে হয়, সেটা আমাদের এখানে একটু পরেই আসে, সবক্ষেত্রে।’

 

আরও পড়ুন: কোচ হলে রোহিতকে ২০ কিমি দৌড় করাতেন যুবরাজের বাবা

 

মানহীন ডিপিএলের প্রভাব দেখা যায় আইসিসি ইভেন্টে। অন্যান্য দেশের সঙ্গে, সেখানে পার্থক্যটা স্পষ্ট হয় দেশের ঝিমিয়ে পড়া ক্রিকেটের।

]]>
সম্পূর্ণ পড়ুন