৩ মে (শনিবার) ‘পিপল টেকনোলজি: শেপিং দ্য ফিউচার অব এইচআর ইন বাংলাদেশ’ শীর্ষক এই ভার্চুয়াল সেমিনারে মানব সম্পদ ব্যবস্থাপনার পরিবর্তিত চিত্র আলোচনার জন্য একত্রিত হন এই খাতের পেশাজীবীরা, শিল্প নেতারা, একাডেমিক ব্যক্তিত্ব এবং শিক্ষার্থীরা।
সেমিনারের মূল লক্ষ্য ছিল ডিজিটাল রূপান্তর, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ডাটা-নির্ভর সিদ্ধান্তগ্রহণ প্রক্রিয়া কীভাবে বাংলাদেশের বিভিন্ন শিল্পখাতে মানব সম্পদ ব্যবস্থাপনাকে পুনর্গঠিত করছে তা বিশ্লেষণ করা।
অনুষ্ঠানে বিভিন্ন বিশিষ্ট বক্তারা বক্তব্য দেন, যার মধ্যে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিক্রয়.কম-এর মানব সম্পদ বিভাগের প্রধান মো. কামরুল হাসান। তিনি প্রযুক্তির সংযুক্তি কীভাবে নিয়োগ প্রক্রিয়া, কর্মীদের সম্পৃক্ততা, কর্মদক্ষতা ব্যবস্থাপনা এবং মানব সম্পদ পেশাজীবীদের ভবিষ্যতের দক্ষতা নির্ধারণে ভূমিকা রাখছে তা নিয়ে আলোচনা করেন।
আরও পড়ুন: মালদ্বীপে সাউথ এশিয়ান বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন ৮ বাংলাদেশি
সেমিনারটির সভাপতিত্ব করেন সহযোগী অধ্যাপক মো. আবদুল্লাহ আল মামুন, যিনি সাউথ এশিয়া স্কুল অব বিজনেস- এর ডিন এবং ইউনিভার্সিটি অব সাউথ এশিয়ার IQAC-এর পরিচালক। তিনি প্রযুক্তিকে কাজে লাগিয়ে মানবিক দৃষ্টিভঙ্গি বজায় রাখার মাধ্যমে আধুনিক মানব সম্পদ ব্যবস্থাপনার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান মো. করিমুল আলম এবং এমবিএ ক্লাবের আহ্বায়ক মো. মেহেদী হাসান ধন্যবাদ জ্ঞাপন করেন। সেমিনারের সঞ্চালনা করেন রূপা নূর।
অনুষ্ঠান শেষে একাডেমিয়া, শিল্পখাত ও সরকারের মধ্যে সহযোগিতার আহ্বান জানানো হয়, যাতে মানব সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে নতুন উদ্ভাবন সহজতর করা যায় এবং বাংলাদেশি শ্রমশক্তিকে ভবিষ্যতের চ্যালেঞ্জ ও সুযোগের জন্য প্রস্তুত করা যায়।
সাউথ এশিয়া ইউনিভার্সিটির এমবিএ ক্লাব ধারাবাহিকভাবে এমন উদ্যোগ গ্রহণ করছে, যা তাত্ত্বিক জ্ঞান ও বাস্তব অভিজ্ঞতার সংযোগ ঘটায় এবং শিক্ষার্থীদের নেতাদের সঙ্গে যুক্ত করে, যাতে দক্ষিণ এশিয়ার ব্যবসায় পরিবর্তন নিয়ে অর্থবহ আলোচনা চালিয়ে যাওয়া যায়।