বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার নতুন বাসস্টান্ডের ৯ নম্বর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুরুল সরদার তারতীলুল কুরান হিফজ মাদ্রাসার শিক্ষক ছিলেন। তিনি বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগদা ইউনিয়নের চাত্রীশিরা এলাকায় মাওলানা আনোয়ার সরদারের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মাদ্রাসায় পাঠদান শেষে মোটরসাইকেল নিয়ে কালিরবাজারের দিকে যাচ্ছিলেন নুরুল সরদার। নতুন বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাথায় গুরুতর আঘাত পান এ মাদ্রাসা শিক্ষক। তাকে উদ্ধার করে মাদারীপুর জেলা ২৫০ শয্যার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: সিলেটে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত, আহত একই পরিবারের ৬ সদস্য
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আল মামুন মামুন জানান, মোটরসাইকেল আরোহীর হেলমেট না থাকায় মাথায় গুরুতর আঘাত পায় নুরুল সরদার। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।