রোববার (২৩ মার্চ) রাত ১০টার দিকে সদর উপজেলার ‘নতুন মাদারীপুর’ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাকিল মুন্সি (৩২) মাদারীপুর সদর উপজেলা শ্রমিকদলের সভাপতি ও নতুন মাদারীপুর গ্রামের মোফাজ্জেল মুন্সির ছেলে।
অভিযুক্ত লিটন হাওলাদার শহরের বিসিক শিল্পনগরী এলাকার মফেজ হাওলাদারের ছেলে ও লিটনের ভাতিজা আল আমিন হাওলাদার একই এলাকার আলমগীর হাওলাদারের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শ্রমিকদল নেতা শাকিল মুন্সির সাথে এলাকার আধিপত্য নিয়ে শহরের বিসিক শিল্পনগরী এলাকার লিটন হাওলাদারের বিরোধ চলছিল। এরই জেরে নতুন মাদারীপুর এলাকায় একা পেয়ে শাকিলের ওপর হামলা চালায় লিটন ও তার ভাতিজা আল আমিনসহ ১৫-২০ জন। এ সময় কুপিয়ে হত্যা করা হয় শ্রমিকদল নেতা শাকিলকে। চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে কুপিয়ে আহত করা হয় আরও দু’জনকে।
আরও পড়ুন: বিএনপি নেতার গোয়ালঘরে পাওয়া গেল চুরি হওয়া ১৩ গরু
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী ও পুলিশ। তার আগেই পালিয়ে যায় হামলাকারীরা। আহতদের উদ্ধার করে ভর্তি করা ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে।
নিহত শাকিলের ভাই রনজু মুন্সিসহ পরিবারের সদস্যদের অভিযোগ, বিতর্কিত ব্যক্তি লিটন হাওলাদারকে মাদারীপুর পৌরসভা শ্রমিকদলের সভাপতি করে সম্প্রতি কমিটি ঘোষণা করা হয়। এর প্রতিবাদ করেছিলেন সদর উপজেলার শ্রমিকদলের সভাপতি শাকিল মুন্সি। এতে আরও ক্ষিপ্ত হয়ে ওঠে লিটন। পরে লিটন তার ভাতিজা আল আমিনকে সঙ্গে নিয়ে এই হামলা চালায়। এ সময় কুপিয়ে হত্যা করা হয় শাকিলকে।
আরও পড়ুন: পরিকল্পিতভাবে নির্বাচন ও সংস্কারকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে: তারেক রহমান
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম জানান, আধিপত্য নিয়ে ‘দুইপক্ষের সংঘর্ষে’ একজন মারা গেছেন। এই ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে। এলাকায় অতিরিক্ত পুলিশ ও সেনা মোতায়েন করা হয়েছে।
]]>