মাদারীপুরে যুবলীগ নেতা ইলিয়াসসহ ৩ জন কারাগারে

৩ সপ্তাহ আগে
মাদারীপুরে যৌথ বাহিনীর অভিযানে যুবলীগ নেতাসহ গ্রেফতার তিনজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার (৩০ মার্চ) বিকেলে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক অভিজিৎ চৌধুরী তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেফতাররা হলেন: সদর উপজেলার মোস্তফাপুরের মৃত লাল মিয়া হাওলাদারের ছেলে ইলিয়াস হাওলাদার (৩৭), একই এলাকার মৃত আনোয়ার খানের ছেলে নজরুল খান (৪০) ও উপেন বাড়ৈর ছেলে উদ্দীপন বাড়ৈ (৩৬)। এর মধ্যে ইলিয়াস হাওলাদার সদর উপজেলা যুবলীগের সদস্য, তার বিরুদ্ধে বিস্ফোরকদ্রব্য আইন ও হত্যাচেষ্টাসহ ৪টি মামলা রয়েছে।


এ ছাড়া নজরুল খানের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলাসহ দুটি মামলা থাকলেও উদ্দীপন বাড়ৈর বিরুদ্ধে কোনো মামলা নেই।


আরও পড়ুন: জামিন নামঞ্জুর, নড়াইলের সাবেক মেয়র ও যুবলীগ নেতা কারাগারে


পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গোপন সংবাদ পেয়ে রোববার দুপুরে মোস্তফাপুর ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সোহরাব খানের বাড়িতে অভিযান চালায় সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশের সদস্যরা। অভিযানে ইলিয়াস হাওলাদারসহ তিনজনকে গ্রেফতার করা হয়। পরে তাদের থানা পুলিশের মাধ্যমে আদালতে তোলা হয়।


আরও পড়ুন: ছাত্র আন্দোলনে গুলি: রাজবাড়ীতে যুবলীগ নেতা গ্রেফতার


মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুল রহমান বলেন, ‘গ্রেফতারদের মধ্যে দুজন কয়েকটি মামলার এজাহারনামীয় আসামি। এ ছাড়া উদ্দীপন বাড়ৈরকে একটি মারামারির মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। তবে, উদ্দীপন বাড়ৈর নির্দোষ হলে তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দেয়া হবে।

]]>
সম্পূর্ণ পড়ুন