মাদারীপুরে দুর্বৃত্তদের হামলায় যুবদলের ৪ নেতাকর্মী আহত

৩ সপ্তাহ আগে
মাদারীপুরের কালকিনিতে দুর্বৃত্তদের হামলায় যুবদল নেতাসহ ৪ জন কর্মী আহত হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) বিকেলে উপজেলার কয়ারিয়া ইউনিয়নের ময়দান বাজারে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, যুবদল নেতা রাসেল হাওলাদার, রাকিব হাওলাদার, রিপন হাওলাদার ও টুটুল হাওলাদার।

 

স্থানীয়রা জানায়, গত কয়েকদিন ধরে মাদারীপুর-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আনিসুর রহমান তালুকদার খোকনের শুভেচ্ছা ব্যানার কালকিনির কয়ারিয়া ইউনিয়নের ময়দান বাজারসহ কয়েকটি স্থানে সাটিয়ে দেন নেতাকর্মীরা। হঠাৎ সেখানকার কয়েকটি ব্যানার মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতে ছিঁড়ে ফেলে একদল দুর্বৃত্ত।

 

আরও পড়ুন: চট্টগ্রামে যুবদলের দুপক্ষের সংঘর্ষ, গুলিতে ছাত্রদল কর্মী নিহত

 

বিষয়টি নিয়ে বুধবার দুপুরে জানতে চাইলে স্থানীয় মামুন হাওলাদার, মুন্না হাওলাদার, টিপু হাওলাদার ও তপুসহ বেশ কয়েকজনের সাথে তালুকদার খোকনের নেতাকর্মীদের বাগবিতন্ডা হয়। এরপর বিকেলে একদল দুর্বৃত্ত রাসেল হাওলাদারসহ তার ৪ কর্মীর ওপর অতর্কিত হামলা চালায়। এতে গুরুতর আহত হন তারা।

 

আহতদের উদ্ধার করে প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে যুবদল নেতা রাসেলের অবস্থার অবনতি হলে বরিশাল শের-ই বাংলা মেডিকেলে প্রেরণ করেন চিকিৎসক। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করায় খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে পুলিশ।

 

আরও পড়ুন: রাউজানে যুবদল কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা

 

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম সোহেল রানা বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

 

 

]]>
সম্পূর্ণ পড়ুন