নিহত ইমন মোড়ল (১৮) শিবচরের কুতুবপুরের ইদ্রিস মোড়লের ছেলে ও নিহত আয়নাল হক (৫২) শেখপুর এলাকার বাসিন্দা ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল ১০টার দিকে কুতুবপুর বাজারের একটি ফার্নিচারের দোকানে ইমন মোড়লের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন এলাকাবাসী। পরে পুলিশ ইমনের মরদেহ উদ্ধার করে।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় অটোচালকের গলাকাটা মরদেহ উদ্ধার
অপরদিকে একই উপজেলার শেখপুরের একটি বাগান থেকে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় আয়নাল হকের মরদেহ।
মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, ‘প্রাথমিকভাবে দুটি ঘটনায় আত্মহত্যা মনে হলেও চলছে অধিকতর তদন্ত। ময়নাতদন্তের জন্য দুটি মরদেহই পাঠানো হয় ২৫০ জেলা হাসপাতালের মর্গে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে নেয়া হবে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা।’