মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে শিবচর থানা পুলিশের মাধ্যমে আদালতে তোলা হলে তাদের কারাগারে পাঠান বিচারক।
এর আগে তথ্য প্রযুক্তির সহায়তায় গাজীপুরের টঙ্গীর একটি বাসা থেকে রাজধানী ঢাকার ডিবি পুলিশ তাদের গ্রেফতার করে। এ দিকে ওই চার প্রতারকের গ্রেফতারের খবরে শিবচর থানার সামনে ভিড় করেন শত শত ভুক্তভোগী।
গ্রেফতাররা হলেন: শিবচর পৌরসভার নলগোড়া এলাকার হালান মোল্লা, তার স্ত্রী সুমি বেগম, বোন জামাই ফারুক ও শাহ আলম।
আরও পড়ুন: রাতের আধারে লাখ লাখ টাকার সরকারি গাছ উধাও!
মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকতার হোসেন জানান, প্রতিমাসে এক লাখ টাকায় ১৬-১৮ হাজার টাকা লাভের এমন প্রতিশ্রুতি দিয়ে ১৬০০ গ্রাহকের কাছ থেকে প্রায় দুই হাজার কোটি টাকা হাতিয়ে নেয় শিবচর পৌরসভার নলগোড়া এলাকার হালান মোল্লা ও শাহীন জমাদ্দার নামে দুই প্রতারক।
প্রথম দুই থেকে তিন মাস এক লাখ টাকায় ১৬-১৮ হাজার টাকা লাভ দেন তারা। পরে বিশ্বাস অর্জন করতে স্ট্যাম্পে প্রত্যেককেই লিখিতও দেন কথিত এই ইট ব্যবসায়ীরা। এর কিছুদিন পর শুরু করেন টালবাহানা। একপর্যায়ে গত ২৭ নভেম্বর রাতের আঁধারে স্ত্রী-সন্তান নিয়ে ঘরে তালা ঝুলিয়ে পালিয়ে যান প্রতারক ও তার পরিবারের সদস্যরা।
এ ঘটনায় ৩০ ডিসেম্বর গত সোমবার রাতে ভুক্তভোগী সুমন হাওলাদার ৯ জনকে আসামি করে শিবচর থানায় মামলা করেন। মামলায় বাদীর ১০ লাখ টাকাসহ আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর দুই হাজার কোটি টাকা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেয়ার কথা উল্লেখ করা হয়। এতে প্রধান আসামি করা হয় কথিত ইট ব্যবসায়ী হালান মোল্লা ও শাহীন জমাদ্দারকে।
আরও পড়ুন: রূপপুরে ৫০০ কোটি ডলার লোপাট, হাসিনা পরিবারের দুর্নীতি অনুসন্ধানে রুল
পরে সোমবার রাতেই ডিবি পুলিশের সহায়তায় গাজীপুরের টঙ্গীর একটি ভাড়া বাসায় আত্মগোপনে থাকা অবস্থায় প্রতারক হালান মোল্লা, তার স্ত্রী সুমি বেগম, বোন জামাই ফারুক ও শাহ আলমকে গ্রেফতার করে শিবচর থানা পুলিশ। এ সময় হালানের কাছ থেকে নগদ ১১ লাখ ৭০ হাজার টাকা, বেশ কিছু নন জুডিশিয়াল স্ট্যাম্প ও একাধিক মোবাইল ফোনও উদ্ধার করা হয়। এ খবর পাওয়ার পর মঙ্গলবার সকালে শিবচর থানায় ভিড় করেন কয়েকশ ভুক্তভোগী।
পরে দুপুরে গ্রেফতার চারজনকে আদালতে তোলা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ দিকে এই মামলায় বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানায় পুলিশ।
]]>