রোববার (৯ নভেম্বর) বিকেলে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরের সীমানা এলাকায় বিক্ষোভ করেন তারা। পরে পাশে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ।
সমাবেশে বক্তারা অনতিবিলম্বে নুরুউদ্দিন মোল্লার স্থগিত হওয়া মনোনয়ন পুনর্বহাল দাবি জানান। নেতাকর্মীদের দাবি, ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের দিক বিবেচনা ও যোগ্য অনুসারে নুরুউদ্দিন মোল্লার মনোনয়ন ফিরিয়ে দেবে দলের কেন্দ্রীয় কমিটি। তা না হলে গণ আন্দোলনের ঘোষণা দেন তারা।
আরও পড়ুন: মাদারীপুর-১ ঘোষিত প্রার্থীর মনোনয়ন স্থগিত করায় সড়ক অবরোধ
প্রসঙ্গত, ৩ নভেম্বর বিকেলে বিএনপির কেন্দ্রীয় কমিটি থেকে মাদারীপুর-১ আসনে প্রার্থী হিসেবে কামাল জামান নুরুউদ্দিন মোল্লার নাম ঘোষণা করা হয়। মনোনয়ন ঘোষণার ২৪ ঘণ্টা না যেতেই ৪ নভেম্বর বিকেলে বিএনপির কেন্দ্রীয় কমিটির এক বিজ্ঞপ্তিতে নুরুউদ্দিন মোল্লার মনোনয়ন স্থগিত করা হয়। এতেই ফুঁসে ওঠে নুরুউদ্দিনের নেতাকর্মীরা। প্রতিবাদে ৫ নভেম্বর দিনব্যাপী শিবচরে সড়ক অবরোধসহ নানান কর্মসূচি পালন করেন তারা।
উল্লেখ্য, ২০০৮ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাদারীপুর-১ আসনে সংসদ সদস্য হিসেবে নির্বাচনে অংশ নেন কামাল জামান নুরুউদ্দিন মোল্লা। দীর্ঘদিন শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমান তিনি উপজেলা বিএনপির সদস্য হিসেবে কমিটিতে রয়েছেন।
]]>
২ সপ্তাহ আগে
৪






Bengali (BD) ·
English (US) ·