মাদকের বিনিময়ে মিয়ানমারে ৪৫০ বস্তা সিমেন্ট পাচারের চেষ্টা, আটক ৯

২ দিন আগে
মাদকের বিনিময়ে বাংলাদেশ থেকে মিয়ানমারে ৪৫০ বস্তা সিমেন্ট পাচারের সময় ৯ জনকে আটক করেছে কোস্টগার্ড।

সোমবার (২৪ নভেম্বর) রাতে এ তথ্যটি নিশ্চিত করেছেন কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।


তিনি জানান, একটি অসাধু চক্র বাংলাদেশি পণ্যের বিনিময়ে ইয়াবা-মদ মিয়ানমার হতে বাংলাদেশে পাচার করবে। এমন তথ্যের ভিত্তিতে সোমবার সকাল ৯টায় কোস্টগার্ডের জাহাজ কামরুজ্জামান সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপের দক্ষিণ পূর্বসংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।


আরও পড়ুন: মিয়ানমারে পাচারকালে ৭৪২ বস্তা ইউরিয়া সারসহ আটক ১১


অভিযানে সন্দেহজনক একটি ফিশিং ট্রলারে তল্লাশি চালায় কোস্টগার্ড। এ সময় অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মাদকের বিনিময়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় দুই লাখ ৪৭ হাজার টাকা মূল্যের ৪৫০ বস্তা সিমেন্টসহ ৯ জনকে আটক করা হয়।


জব্দ করা বোট, আলামত ও আটকদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। আর চোরাচালান রোধে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানান কোস্টগার্ড কর্মকর্তা।
 

]]>
সম্পূর্ণ পড়ুন