এসময় স্থানীয় ক্রীড়ানুরাগি, ব্যবসায়ী, পঞ্চায়েত কমিটি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘ দুই যুগ ধরে মাঠটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায় মাদক ও ছিনতাইকারীদের আস্তানায় পরিণত হয়েছে এটি। তা ছাড়া নানাধরণের অসামাজিক কাজ হতো এই স্থানে।
সেখানে প্রকাশ্যে মাদক বেচাকেনা করায় উঠতি বয়সের কিশোর ও তরুণ সমাজ মাদকাসক্ত হয়ে পড়ছে। এতে ধ্বংস হয়ে যাচ্ছে শত শত পরিবার। এলাকার এই সামাজিক অবক্ষয় রোধে ও মাদকের স্পট নির্মূলে স্থানীয় চার ব্যবসায়ী মিলে আধুনিক খেলার মাঠ নির্মাণের উদ্যোগ নেন।
আরও পড়ুন: স্থগিত হলো মেসিদের ভারত সফর
তাদের কোটি টাকার বিনিয়োগের ফলে এলাকাবাসী পেলো সুশৃঙ্খল পরিবেশে বিভিন্ন সুবিধাসম্পন্ন একটি আধুনিক ফুটবল খেলার মাঠ। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা মনে করেন, এলাকার কিশোর ও তরুণ সমাজ অসামাজিক কাজে সময় অপচয় না করে এখন থেকে এই মাঠের মাধ্যমে খেলাধুলার দিকে ধাবিত হবে।
ডাইনামিক স্পোর্টস গ্রাউন্ড-এর ব্যবস্থাপনা পরিচালক পারভেজ মাহমুদ আহাদ বলেন, ‘আমাদের জন্ম এই এলাকায়। এখানে খেলাধুলা করেই আমরা বড় হয়েছি। এক সময়েই গোদনাইল থেকে অনেক বিখ্যাত ফুটবল খেলোয়াড় জাতীয় দলে খেলেছেন। কিন্তু এখন মাঠ না থাকায় খেলাধুলা বন্ধ হয়ে গেছে। তাই আমাদের উদ্যোগে ফুটবল খেলার মাঠ পেয়ে বিপুল উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে সিদ্ধিরগঞ্জবাসীর মধ্যে। উদ্বোধনের দিন থেকেই সর্বস্তরের মানুষের কাছ থেকে আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। আমাদের এলাকা ছাড়াও দূর দূরান্ত থেকে ফুটবলপ্রেমীরা খেলার জন্য বুকিং দিতে আসছেন।’
আরও পড়ুন: আফগানিস্তানের বিপক্ষে প্রীতি ম্যাচে খেলবেন হামজা
তিনি আরও বলেন, ‘এই মাঠ ঘিরে আমাদের এলাকাটি বিশাল একটি মাদকের স্পটে পরিণত হয়েছে। এর পাশাপাশি ছিনতাই, জুয়াসহ নানাধরণের অসামাজিক কার্যকলাপ হচ্ছে। তাই আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে মাদকের স্পটটি যাতে বন্ধ হয় এবং আমাদের তরুণরা যেন খেলাধুলার প্রতি আকৃষ্ট হয়। মাদক ছেড়ে তারা যেন মাঠ মুখি হয়। মূলত এই উদ্দেশ্যেই আমাদের এই উদ্যোগ নেয়া।’
মাঠটিতে দর্শকদের জন্য গ্যালারি ও খেলোয়াড়দের জন্য মনোরম ড্রেসিং রুমসহ নানাধরণের সুযোগ সুবিধার ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক পারভেজ মাহমুদ আহাদ।
]]>
৩ সপ্তাহ আগে
৫







Bengali (BD) ·
English (US) ·