মাঠে ঢুকে কোহলির পা ছোঁয়া ভক্ত গ্রেফতার

৩ সপ্তাহ আগে
তারকা খেলোয়াড়দের একবার ছুঁয়ে দেখতে ভক্তদের আগ্রহের সীমা নেই। অনেক সময় এই ইচ্ছা পূরণ করতে গিয়ে অদ্ভুত অনেক কাণ্ড ঘটিয়ে ফেলেন ভক্তরা। গতকাল (২২ মার্চ) কলকাতা-বেঙ্গালুরুর ম্যাচে এমনই এক ঘটনা ঘটিয়েছেন বিরাট কোহলির ভক্ত।

ম্যাচ চলাকালীন মাঠের মধ্যে ঢুকে কোহলির পা ছুঁয়েছিলেন রিতুপর্ণ পাখিরা নামের সেই ভক্ত। ঘটনাটি ঘটে ম্যাচের দ্বিতীয় ইনিংসে যখন কোহলি ব্যাটিং করছিলেন। এই ঘটনায় খেলা কিছুক্ষণ বন্ধ ছিল। তাৎক্ষণিকভাবে নিরাপত্তাকর্মীরা ওই ভক্তকে তুলে নিয়ে গেলে আবারও শুরু হয় খেলা। 

 

এই ঘটনায় ১৮ বছর বয়সী ওই তরুণকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। পুলিশের বয়ান অনুযায়ী, পূর্ব বর্ধমানের জামালপুর নিবাসী এই তরুণের কার্যক্রমে মাঠের খেলায় বিঘ্ন ঘটেছে এবং এটি খেলোয়াড়দের নিরাপত্তার জন্যও একটি হুমকি। এ কারণেই তাকে গ্রেফতার করা হয়েছে।

 

তবে কোহলি ভক্ত পাখিরা তার কার্যক্রমের জন্য অনুতপ্ত নন। কোহলির জন্য সবকিছু সহ্য করতে সে প্রস্তুত বলে জানিয়েছে। গণমাধ্যমের কাছে দেয়া এক বার্তায় পাখিরা বলেন, 'বিরাট আমার ইশ্বর। আমি তার জন্য সবকিছু সহ্য করতে প্রস্তুত আছি।'  

 

আরও পড়ুন: আইপিএল প্রত্যাবর্তনেই অনাকাঙ্ক্ষিত রেকর্ড আর্চারের

 

এদিকে, মাঠের ঘটনা মনোযোগ কাড়তে পারেনি কোহলির। আইপিএলের উদ্বোধনী ম্যাচে ৩৬ বলে ৫৯ রানের ইনিংস খেলে দলকে জয় এনে দিয়েছেন তারকা এই ব্যাটার। কলকাতার দেয়া ১৭৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২২ বল ও ৭ উইকেট হাতে রেখে জিতেছে কোহলির বেঙ্গালুরু।  

]]>
সম্পূর্ণ পড়ুন