মাঝ আকাশে পাখির ধাক্কায় বিমানে আগুন

৫ দিন আগে
আবারও চরম বিপদে পড়ল বোয়িংয়ের বিমান। মাঝ আকাশে পাখির ধাক্কায় আগুন ধরে গেল একটি বোয়িং ৭৫৭-৩৩০ (ডিএবিওকে) বিমানে। তবে শেষ পর্যন্ত দুর্ঘটনা এড়াতে সক্ষম হয়েছে বিমানটি।

রিপাবলিক ওয়ার্ল্ডের এক প্রতিবেদন মতে, গত শনিবার (১৬ আগস্ট) বিমানটি গ্রিসের করফু থেকে জার্মানির ডুসেলডর্ফে যাচ্ছিল। পথিমধ্যে ৩৬ হাজার ফুট উচ্চতায় পাইলটরা হঠাৎ বিস্ফোরণের শব্দ শুনতে পান এবং ডানদিকের ইঞ্জিনে ধোঁয়া বের হতে দেখেন।

 

বিমানটিতে ২৭৩ জন যাত্রী ও ৮ জন ক্রু-সহ মোট ২৮১ জন মানুষ ছিল। এমন পরিস্থিতিতে পাইলটরা প্রায় সঙ্গে সঙ্গে জরুরি অবতণের সিদ্ধান্ত নেন। প্রায় ৪০ মিনিট ওড়ার পর ইতালির ব্রিন্ডিসি এয়ারপোর্টে জরুরি অবতরণ করে বিমানটি।

 

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ ছড়িয়ে পড়ে যা একজন প্রত্যক্ষদর্শীর ধারণ করা। প্রত্যক্ষদর্শীরা জানান, তারা একটি বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পান এবং তারপরেই বিমানটির ডান ইঞ্জিন থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়।

 

ভিডিও 

A German Condor aircraft flying to Düsseldorf made an emergency landing in southern Italy due to engine failure caused by suspected bird strike.

The Condor Boeing 757-330 aircraft (D-ABOK) flying from Corfu (CFU) to Dusseldorf (DUS) started spitting flames right after the… pic.twitter.com/k4b0W0myqg

— FL360aero (@fl360aero) August 17, 2025

 

আরও পড়ুন: মাঝ আকাশে বিমানে মৃত্যু হওয়া যাত্রীর মরদেহ নিখোঁজ

 

এরপর বিমান সংস্থা কন্ডোরের পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়, বিমানটি নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়। যাত্রীদের সবাই নিরাপদ আছেন। কেউ হতাহত হয়নি। 

 

এর আগে গত মাসে অস্ট্রেলিয়ার সিডনি থেকে হোবার্টগামী ভার্জিন অস্ট্রেলিয়ার একটি বিমান বড় দুর্ঘটনা থেকে রক্ষা পায়। হঠাৎ মাঝ আকাশে আগুন লাগে যাত্রীবাহী বিমানটিতে। বিমানকর্মীদের তৎপরতায় দ্রুত আগুন নেভানো সম্ভব হয়। এর কিছুক্ষণ পরেই নিরাপদে অবতরণ করে বিমানটি।
 

]]>
সম্পূর্ণ পড়ুন