মা হারালেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন

৪ সপ্তাহ আগে
দীর্ঘদিন অসুস্থ থেকে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনের মা বেগম তাহুরা আলী। মায়ের মৃতুর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছেন শাওন নিজেই।

পোস্টে তিনি লেখেন, ‘গভীর শোকের সঙ্গে জানাচ্ছি যে আমাদের প্রিয় মা বেগম তাহুরা আলী ইন্তেকাল করেছেন। পরম করুণাময় আল্লাহ তাআলা যেন তাকে মাফ করে দেন।


‘জান্নাতুল ফেরদাউস দান করেন এবং এই শোক সহ্য করার তৌফিক ও ধৈর্য আমাদের সবাইকে দান করেন।’

 

আরও পড়ুন: মা গুলতেকিন খানের পোস্টের পর মুখ খুললেন নুহাশ হুমায়ূন


অভিনেত্রী জানান, মরহুমার নামাজে জানাজা দুটি স্থানে অনুষ্ঠিত হবে। একটি হলো- আসরের পর গুলশান আজাদ মসজিদে এবং অন্যটি মাগরিবের পর তেজগাঁও রহিম মেটাল সেন্ট্রাল মসজিদে।

 

আরও পড়ুন: বাবা হারালেন ‘ইত্যাদি’র নাতি খ্যাত নিপু

 

মেহের আফরোজ শাওন তার মায়ের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। তিনি লেখেন, ‘দয়া করে তাকে আপনার দোয়ায় স্মরণ রাখবেন।’

]]>
সম্পূর্ণ পড়ুন