মা ইলিশ ধরছেন ভারতীয় জেলেরা, স্বীকার করলেন মৎস্য উপদেষ্টা

৪ সপ্তাহ আগে
বাংলাদেশে মা ইলিশের প্রজননকালীন নিষেধাজ্ঞার সুযোগ নিয়ে নদী ও সাগর থেকে ভারতীয় জেলেরা মাছ ধরে নিয়ে যাওয়ার অভিযোগের সত্যতা স্বীকার করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

তিনি এ ঘটনাকে ‘অন্যায়’ আখ্যা দিয়ে বলেন, ‘আমরা দেশ হিসেবে প্রতিবাদ জানাচ্ছি।’


বুধবার (২২ অক্টোবর) দুপুরে সাভারের প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই)-এ আয়োজিত ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।


মৎস্য উপদেষ্টা ইলিশ সংকটের পাশাপাশি দেশের ডিম ও মাংসের বাজার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, পশুখাদ্যের মূল্য লাগামহীন থাকার কারণেই ডিম ও মাংসের দাম নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।
 

আরও পড়ুন: পটুয়াখালীতে মা ইলিশ সংরক্ষণে অভিযানকালে কর্মকর্তাদের ওপর জেলেদের হামলা


ফরিদা আখতার কঠোর ভাষায় হুঁশিয়ারি দেন, ‘পশুখাদ্যের দাম কমাতে না পারলে ডিম ও মাংসের দাম কমানো সম্ভব হবে না। এতে খামারিরাও তাদের পণ্যের ন্যায্য দাম পাচ্ছেন না।’


কর্মশালায় বক্তারা উল্লেখ করেন, প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) প্রাণিজ আমিষের চাহিদা পূরণের লক্ষ্যে দেশের উৎপাদন বৃদ্ধি ও সমস্যা চিহ্নিতকরণে নিবিড়ভাবে গবেষণা চালিয়ে যাচ্ছে।


বিএলআরআইয়ের মহাপরিচালক ড. শাকিলা ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মুহাম্মদ জাবের এবং প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

]]>
সম্পূর্ণ পড়ুন