মহাসড়কের পাশে পড়ে থাকা গলাকাটা সেই মরদেহের পরিচয় মিলেছে

২ সপ্তাহ আগে
বগুড়ার শাজাহানপুরে মহাসড়কের পাশে থেকে উদ্ধার হওয়া সেই মরদেহের পরিচয় মিলেছে। নিহতের নাম মোফাজ্জল হোসেন (৫২)। তিনি পেশায় একজন ইজিবাইক চালক ছিলেন৷

বুধবার (৫ নভেম্বর) সকালে ঢাকা-রংপুর মহাসড়কের বনানী এলাকার উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পাশ থেকে ওই মরদেহটি উদ্ধর করে পুলিশ।


পুলিশের ধারণা, ইজিবাইক ছিনতাইয়ের পর মোফাজ্জলকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।


নিহত মোফাজ্জল শাজাহানপুর উপজেলার খলিশাকান্দি গ্রামের বাসিন্দা। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে।


আরও পড়ুন: মহাসড়কের পাশে পড়ে ছিল রক্তাক্ত মরদেহ, পরিচয় জানে না কেউ


স্বজনরা জানান, মঙ্গলবার বিকেলে মোফাজ্জল ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন। কিন্তু রাতে তিনি আর ফিরে আসেননি। পরিবারের সদস্যরা মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাননি।


বুধবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) মরদেহের ছবি দেখে স্বজনেরা হাসপাতালে যান এবং মর্গে থাকা মরদেহ দেখে তার পরিচয় শনাক্ত করেন।


আরও পড়ুন: কুষ্টিয়ায় রেলসেতুর নিচে মিলল বৃদ্ধের দ্বিখণ্ডিত মরদেহ


পুলিশ জানায়, নিহতের ইজিবাইক ও মোবাইল ফোন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যার পর দুর্বৃত্তরা ইজিবাইক ও ফোন ছিনতাই করে নিয়ে গেছে।


শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম শফিক বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্তের মাধ্যমে ঘটনার পেছনের কারণ ও জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।’

 

]]>
সম্পূর্ণ পড়ুন