মহানগরের ইঞ্জিন বিকল, ৩ ঘণ্টা আটকে পাঘাচং স্টেশনে

৪ সপ্তাহ আগে
চট্টগ্রাম থেকে ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনের লোকোমেটিভ (ইঞ্জিন) বিকল হয়ে ব্রাহ্মণবাড়িয়ার পাঘাচং স্টেশনে আটকে আছে।

ঢাকা থেকে আরেকটি ইঞ্জিন গিয়ে এটিকে নিয়ে যাওয়ার কথা। সন্ধ্যা সোয়া ৭টায় এ রিপোর্ট লেখার সময় ইঞ্জিনটি ভৈরব পার হচ্ছিল। তবে এ ঘটনায় ট্রেন চলাচলে ব্যাঘাত ঘটেনি। লুপ লাইন দিয়ে ঢাকা অভিমুখী আপ লাইনের ট্রেন চলাচল করছে। ডাউন লাইন দিয়েও ট্রেন চলাচল স্বাভাবিক আছে। 


সংশ্লিষ্ট সূত্র জানায়, লোকোশেডে থাকা আরেকটি ইঞ্জিন পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনকে আনতে গেছে। চট্টগ্রামগামী ওই ট্রেনের ইঞ্জিন হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বিকল হয়। আখাউড়ায় আর ইঞ্জিন না থাকায় ঢাকা থেকে আনতে হয়।


আরও পড়ুন: সেলফি তোলার সময় চলন্ত ট্রেন থেকে পড়ে গেলেন পর্যটক (ভিডিও)


ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার মো. জসিম উদ্দিন জানান, বিকেল পৌনে পাঁচটার দিকে ট্রেনটি আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন ছেড়ে আসে। ১০-১২ কিমি দূরের পাঘাচং আসার পর ইঞ্জিনে ত্রুটি ধরা পড়ে।

]]>
সম্পূর্ণ পড়ুন