মসজিদে হারামে ঈদুল ফিতর নামাজের ইমামতি করবেন যিনি

৩ সপ্তাহ আগে
মক্কার মসজিদে হারামে ঈদুল ফিতর নামাজের ইমামতি করবেন ও খুতবা দেবেন ড. শায়খ আব্দুর রহমান বিন আব্দুল আজিজ আস-সুদাইস। মসজিদে হারাম কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে ১ শাওয়াল ঈদুল ফিতর উদযাপিত হবে।

শায়খ সুদাইস ২০১২ সালে মসজিদে হারাম ও মসজিদে নববির দীনি প্রেসিডেন্সির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন, যিনি সৌদি সরকারের একজন মন্ত্রী সমমর্যাদার। এছাড়াও তিনি মসজিদে হারামের ইমাম ও খতিব হিসেবে ৪০ বছর ধরে গুরুত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।

 

আরও পড়ুন: ঈদের জামাত মসজিদে নাকি ঈদগাহে পড়া উত্তম

 

তিনি সৌদি আরবের রাজধানী রিয়াদে জন্ম নেন ১৯৬০ সালে। ১২ বছর বয়সে কোরআন মুখস্থ করেন। ১৯৮৩ সালে রিয়াদ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করেন, ১৯৮৭ সালে মাস্টার্স শেষ করেন ইমাম মুহাম্মদ ইবনে সৌদ ইসলামি বিশ্ববিদ্যালয় থেকে এবং ১৯৯৫ সালে উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামি শরিয়তে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন।

 

শায়খ আস-সুদাইস রিয়াদ বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক হিসেবে কর্মজীবন শুরু করেন। তারপর তিনি উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হন। ১৯৮৪ সালে মাত্র ২৪ বছর বয়সে তাকে কাবার ইমাম মনোনীত করা হয়।

সূত্র: ইনসাইড দ্য হারামাইন

]]>
সম্পূর্ণ পড়ুন