সুর আর কণ্ঠে প্রবাসীদের ভাসালেন নগর বাউলের এই সুপারস্টার। সৌদি সরকারের আমন্ত্রণে প্রথমবারের মতো মঞ্চ মাতাবেন জেমস। এমন খবর শোনার পর থেকেই দেশটিতে থাকা প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শুরু হয় উন্মাদনা।
তিল ধারণের ঠাঁই ছিলো না আল-সুওয়াইদি পার্কে। এ যেন এক টুকরো বাংলাদেশ। জেমস যেখানে হ্যামিলনের বাঁশিওয়ালা। মাথায় লাল গামছা। পরনে কালো টি শার্ট আর নীল জিন্স। গাইলেন একের পর এক জনপ্রিয় গান। বেজে ওঠা গিটারে, সুরের উত্তাল তরঙ্গে উচ্ছ্বাস প্রবাসীদের কণ্ঠে।
আরও পড়ুন: সৌদি আরবে প্রথমবার কনসার্ট করবেন জেমস
সুন্দরীতমার গল্পে দুষ্টু ছেলের দলের কাছে বিদায় নিলেও, লাখো প্রাণের আবেগ ছুঁয়ে যায় জেমসকেও। গানের মাধমে বিশ্বজুড়ে বাংলা সংস্কৃতি ছড়িয়ে পড়ার আশা তার। শুধু কী জেমস? হাবিবের গানেও ছিলো না উচ্ছ্বাসের কমতি। বাঁধভাঙা আনন্দে মেতে ওঠেন প্রবাসী বাংলাদেশিরা।
আরও পড়ুন: ভক্তদের ‘জন্মদিনের উপহার’ দিলেন রুনা লায়লা
]]>