এর আগে অবৈধ স্থাপনা সরাতে সাত দিনের সময় বেঁধে দিয়েছিল সিটি করপোরেশন।
স্থানীয়রা জানান, শিশুপার্ক ও মিনি চিড়িয়াখানার জন্য জায়গা ইজারা নিয়ে বৈশাখী মঞ্চের পাশে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করা হয়। সেখানে ছোট ছোট দোকান করে সেগুলো ভাড়া দেয়া হয়। ৫ আগস্টের পর সেখানে নতুন করে আরও দোকান দিতে শুরু করে দখলদাররা। এ নিয়ে পদক্ষেপ নেয়ার দাবি তোলেন সচেতন নাগরিকরা।
আরও পড়ুন: পিরোজপুরে ভাড়ানী খাল সংস্কারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
বিষয়টি সামনে এলে সিটি করপোরেশন অবৈধ এসব স্থাপনা সরিয়ে নিতে সংশ্লিষ্টদের নোটিশ দেন। পরে রোববার বেলা সাড়ে ১১টার দিকে সিটি করপোরেশনের আঞ্চলিক কর্মকর্তা মো. মাজহারুল ইসলামের নেতৃত্ব ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে গড়ে তোলা অন্তত সাতটি দোকান গুঁড়িয়ে দেয়া হয়।
আরও পড়ুন: কাটাসুর খাল দখলমুক্ত করতে ডিএনসিসির উচ্ছেদ অভিযান
ময়মনসিংহ সিটি করপোরেশনের সচিব সুমনা আল মজিদ বলেন, ‘অবৈধভাবে গড়ে তোলা দোকানগুলো অপসারণ করা হয়েছে। মিনি চিড়িয়াখানা ও শিশুপার্ক যেহেতু ইজারা দেয়া হয়েছিল, সেগুলোর বিষয়ে করপোরেশনের সভা করে সিদ্ধান্ত নেবে। এ ছাড়া নগরজুড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান অব্যাহত থাকবে।’