মনোনয়ন পেলেও মুখে হাসি নেই, অসংখ্য ভাই এখনও গুম: আনিসুর

৩ সপ্তাহ আগে
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, মনোনয়ন পেলেও মুখে হাসি নেই। কারণ আমার অসংখ্য ভাই এখনও গুম হয়ে আছে। কোটা সংস্কার আন্দোলনে নিহতদের ঘটনাতেও দোষীদের বিচার হয়নি।

সোমবার (৩ নভেম্বর) রাত ১১টার দিকে সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের শুয়চারভাঙ্গা এলাকায় জুলাই আন্দোলনে নিহত তাওহীদ সন্ন্যামাতের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।


তিনি আরও বলেন, ‘বাংলাদেশে নতুন একটি নির্বাচনের মাধ্যমে নতুন একটি সরকার আসবে। নতুন সরকার শহীদ পরিবারের পাশে দাঁড়াবে, গুম হওয়া পরিবারের পাশে দাঁড়াবে, সেই দিন আমরা সবাই একসঙ্গে হাসবো। সেই অনুভূতি নিয়েই বিএনপি চ্যালেঞ্জ মোকাবেলা করছে।’


আরও পড়ুন: বিএনপি /ফরিদগঞ্জে মনোনয়ন বঞ্চিত এমএ হান্নানের সমর্থকদের বিক্ষোভ, সড়কে আগুন


আনিসুর রহমান খোকন তালুকদার বলেন, ‘জনগণই সিদ্ধান্ত নেবে কাকে ভোট দিয়ে সংসদে পাঠাবে। বিএনপি জনগণের ভালোবাসায় নির্বাচিত হতে চায়। বিগত দিনের মতো সহিংসতা ও অন্যায়ের চিত্র দেশের মানুষ আর দেখতে চায় না। নির্বাচনের আমেজে পছন্দের প্রার্থীকে ভোটাররা ভোট দেবেন— এই প্রত্যাশাই আমাদের। গত ১৭ বছরের হাজার হাজার শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি, নতুন গণতন্ত্র পেয়েছি। সেই প্রতিফলন ভোটের মাধ্যমে ঘটবে।’


প্রসঙ্গত, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদারীপুরের দুটি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। মাদারীপুর-১ আসনে মনোনীত হয়েছেন জামান কামাল নুরুদ্দিন মোল্লা এবং মাদারীপুর-৩ আসনে আনিসুর রহমান খোকন তালুকদার।


সোমবার (৩ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


তবে মাদারীপুর-২ আসনে এখনো কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি বলে দলীয় সূত্রে জানা গেছে।

]]>
সম্পূর্ণ পড়ুন