মধ্যরাতে সবাই যখন ঘুমে, মুখ ঢেকে শরীয়তপুরে আ.লীগের মিছিল!

৩ সপ্তাহ আগে
শরীয়তপুরের সদর উপজেলা জয়নগর (চিকন্দি) এলাকায় মধ্যরাতে আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা একটি মশাল মিছিল করেছে।

রাতে শতাধিক আওয়ামী সমর্থকদের হাতে মশাল নিয়ে মিছিল করছে এমন ৪৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। মিছিলকারীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও পালিয়ে যাওয়া শেখ হাসিনা সম্পর্কে নানা ধরনের স্লোগান দেন। ভিডিওটি শেয়ার করেছেন আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা।

 

শনিবার (১৯ এপ্রিল) রাতে ওই ভিডিওটি আওয়ামী লীগের ফেসবুকের ভেরিফাইড পেজ থেকেও শেয়ার করা হয়েছে।


ওই মশাল মিছিলের পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শরীয়তপুরের নেতারা, বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ফেসবুকে নানা প্রতিক্রিয়া লিখে পোস্ট দিয়েছেন। গত বছর ৫ আগস্ট আওয়ামী সরকার পতনের পর শরীয়তপুরে দলটির আর কোনো কর্মসূচি পালন করা হয়নি।

আরও পড়ুন: মিছিলে নেমেই পালিয়ে গেলেন আওয়ামী নেতাকর্মীরা

নাম প্রকাশ না করার শর্তে শরীয়তপুর জেলা আওয়ামী লীগের এক নেতা বলেন, ‘সারা দেশে আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। বিশেষ করে দলীয় প্রধান শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে বিক্ষোভ মিছিল করা হচ্ছে। তারই অংশ হিসেবে শরীয়তপুরে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকরা মশাল মিছিল করেছে। এখন থেকে নিয়মিত আমাদের বিভিন্ন ধরনের কর্মসূচি থাকবে।’


শরীয়তপুর সদরের পালং মডেল থানার পরিদর্শক (তদন্ত) মাসুদুর রহমান বলেন, ‘গতকাল রাতে আওয়ামী লীগের পক্ষে একটি জটিকা মশাল মিছিল করেছে। ওই মিছিলে কারা অংশ নিয়েছিল কারা নেতৃত্ব দিয়েছেন তা খতিয়ে দেখছে পুলিশ। তাদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

]]>
সম্পূর্ণ পড়ুন