মধ্যরাতে শ্রীনগর বাজারে অগ্নিকাণ্ড, পুড়ল শতাধিক দোকান

১ সপ্তাহে আগে
মুন্সীগঞ্জের শ্রীনগর বাজারে অগ্নিকাণ্ডে শতাধিক দোকানের মালামাল পুড়ে গেছে। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে লাগা আগুন ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের চেষ্টায় শুক্রবার সকালে নিয়ন্ত্রণে আসে।

বাজারের ব্যবসায়ীরা জানান, জেলার বৃহৎ এই বাজারের লুঙ্গি পট্টি, বাইন্না পট্টি, মিঠাইপট্টি, দুধ পট্টি, সেকা রুটি পট্টি ও মুরগি পট্টির সব দোকান পুড়ে গেছে। রাত ২টায় মিঠাইয়ের পাশে একটি দইয়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয় ধারণা করা হচ্ছে। নৈশ প্রহরীরা তাৎক্ষণিক আগুন নেভাতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। একে একে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট যোগ দেয়। এরই মধ্যে পাশাপাশি থাকা দোকানগুলোতে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। ৬ ঘণ্টার চেষ্টায় সকাল ৮টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

 

লুঙ্গি পট্টির পাইকারি লুঙ্গির দোকান আনোয়ার বস্ত্র বিতানের মালিক মঞ্জুরুল ইসলামের বাড়ি বাজারের কাছের হরপাড়া গ্রামে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ছুটে এসেও শেষ রক্ষা করেত পারেননি নিজের দোকানের মালামাল। অন্য দোকানের মতো তার দোকানেরও অন্তত ৬০ লাখ টাকার লুঙ্গি পুড়ে ছাই হয়ে গেছে বলে দাবি করেন তিনি।

 

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সফিকুল ইসলাম জানান, ৬ ঘণ্টার চেষ্টায় সকালে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। আগুনে অনেক প্রান্তিক ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন।
 

আরও পড়ুন: রাজশাহীতে দরপত্র নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত ৮, মোটরসাইকেলে আগুন

 

খবর পেয়ে সকালে ৮টার দিকে শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিন উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্তদের সরকারী সাহায্যের আশ্বাস দিয়েছেন।

]]>
সম্পূর্ণ পড়ুন