এ দিকে ঘটনাস্থল থেকে পুলিশ ১১ জনকে আটক করেছে। তাদের কাছ থেকে তিনটি পিস্তল, একটি একনলা শর্টগান, একটি কাটা বন্দুক, একটি চাইনিজ কুড়াল, একটি চাপাতি ও কয়েক রাউন্ড শর্টগানের গুলি উদ্ধার করা হয়েছে। এ ছাড়া সন্ত্রাসীদের ব্যবহৃত সাতটি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের সোনাডাঙ্গা জোনের সহকারী কমিশনার আজম খান।
আরও পড়ুন: কক্সবাজারে গুলিতে লবণচাষি নিহত, দুটি অস্ত্র উদ্ধার
তিনি জানান, সন্ত্রাসীরা ঘটনাস্থলে গোপন মিটিং করছে এমন খবরে আমরা তাদের ঘেরাও করি। এ সময় যৌথ বাহিনীকে খবর দেয়া হয়। যৌথ বাহিনীও এসে বাড়িটি ঘেরাও করে। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি করা শুরু করে। রাত ১২টার পর থেকে প্রায় আড়াই ঘণ্টা অভিযান পরিচালনা করা হয়।
এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে শীর্ষ সন্ত্রাসী শেখ পলাশ, কালা লাভলু ওরফে রুবেল ইসলাম, আরিফুল, ফজলে রাব্বি রাজন, লিয়ন শরীফ, ইমরানুজ্জামান, ইমরান, রিপন, সৈকত রহমান, মহিদুল ইসলাম ও গোলাম রব্বানীকে আটক করা হয়। আটকদেরও হাসপাতালে নেয়া হয়েছে।