বুধবার (২৭ আগস্ট) দিবাগত রাত ১২ টার দিকে ডুয়েট ক্যাম্পাস থেকে শুরু হয় মিছিল। পরে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে শিববাড়িতে এসে শেষ হয়।
এর আগে সংক্ষিপ্ত এক আলোচনা সভায় শিক্ষার্থীরা বলেন, বিএসসি ইঞ্জিনিয়ার ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মুখোমুখি দাঁড় করানোর পেছনে তৃতীয় শক্তির ইন্ধন রয়েছে। শিগগিরই তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবিও জানান তারা।
আরও পড়ুন: বিএসসি বনাম ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বিতর্কে ডুয়েট শিক্ষার্থীদের চার দফা দাবি
এ সময় লং মার্চ টু যমুনা কর্মসূচিতে বুয়েট শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ জানিয়ে দুই পক্ষের দাবিগুলোর যৌক্তিকতা বিবেচনায় নিয়ে স্থায়ী সমাধানে সরকারকে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবিও জানান ডুয়েট শিক্ষার্থীরা।
আরও পড়ুন: ডুয়েটে রাজনীতি করলেই শাস্তি
সমাবেশ শেষে আবারও মিছিল নিয়ে নিজ ক্যাম্পাসে ফিরে যান তারা।
]]>