মঈন-রশিদের দৃষ্টিতে নতুন ‘ফেব ফোর’ এর তালিকায় যারা

১৩ ঘন্টা আগে
‘ফেব ফোর’। বিরাট কোহলি, স্টিভ স্মিথ, জো রুট ও কেন উইলিয়ামসনকে মানুষ একত্রে এই নামে ডেকে থাকেন। এদের মধ্যে বিরাট কোহলি টেস্ট ও টি-টোয়েন্টিকে বিদায় জানিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাওয়ার দ্বারপ্রান্তে, শুধু ওয়ানডেতেই এখনও একটিভ তিনি। শেষের পথে হাঁটছে অন্য তিনজনের ক্যারিয়ারও।

‘ফেব ফোর’ এর শেষের দিকে হাঁটার এই সময়ে অনেকে নতুন ফের ফোর বেছে নিচ্ছেন। ‘বিয়ার্ড বিফোর উইকেট’ পডকাস্টে ইংল্যান্ডের এক সময়ের দুই সতীর্থ মঈন আলী ও আদিল রশিদও নতুন ফেব ফোর বেছে নিয়েছেন। কারা স্থান পেলেন তালিকায়?


মঈন ও রশিদের বাছাইয়ে শুভমান গিল, হ্যারি ব্রুক ও যশস্বী জয়সওয়ালের নাম তিনটি কমন। তিন ফরম্যাটে ২০২৩ সাল থেকে এই তিনজনের মধ্যে শুভমান গিল ৪ হাজার ৫৭৭, হ্যারি ব্রুক ৩ হাজার ৭৮৮ ও গিল ২ হাজার ৯৪৭ রান করেছেন। গিল তালিকায় সবার শীর্ষে, সর্বোচ্চ সেঞ্চুরির হিসাবেও। ১০৫ ইনিংসে মোট ১৬ সেঞ্চুরি করেছেন তিনি। রশিদের ক্ষেত্রে চতুর্থ বাছাই ইংল্যান্ডের জ্যাকব বেথেল, মঈনের রাচিন রবীন্দ্র। রশিদ বলেন, ‘ব্রুক, গিল, জয়সওয়াল... আমি বেথেলকেও নেব। পাঁচ বছরের মধ্যে সে এই তালিকায় থাকবে।’


আরও পড়ুন: পাঁচশ উইকেটের মাইলফলক ছোঁয়ার পর যা বললেন সাকিব


গত বছর টি-টোয়েন্টি দিয়ে বেথেলের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে। এখন পর্যন্ত ৪টি টেস্ট, ১২টি ওয়ানডে ও ১৩টি টি-২০ খেলেছেন তিনি। কোনো ফরম্যাটেই এখনও সেঞ্চুরির দেখা মিলেনি। তবে মঈন আলী তার মধ্যে মেধা দেখছেন। তিনি বলেন, ‘অনেক মানুষ জানে বেথেলের প্রকৃতিপ্রদত্ত মেধা। সে এখনও সেঞ্চুরি পায়নি। যেভাবে ব্যাট করে, দ্রুতই হয়তো পাবে। তবে তার ক্ষেত্রে ইনজুরি একটা ইস্যু, অনেক ইনজুরিতে পড়ে।’


মঈন যোগ করেন, ‘আমার প্রথম তিনজনের ( ব্রুক, গিল ও জয়সওয়াল) সঙ্গে যোগ হবে রাচিন রবীন্দ্রর নাম, বেথেল পাঁচে।’ রবীন্দ্রর অভিষেক হয়েছিল ২০২৩ সালে। ৭১ ম্যাচ খেলে এখন পর্যন্ত ৮টি সেঞ্চুরি করেছেন তিনি, যার ৩টি ওয়ানডে বিশ্বকাপে।

]]>
সম্পূর্ণ পড়ুন