ভয়াবহ ধুলোঝড়ে বিপর্যস্ত দিল্লি, দুই শতাধিক ফ্লাইট বিলম্বিত

১ সপ্তাহে আগে
তীব্র ধুলোঝড় ও ঝড়ো বাতাসের কারণে ভারতের দিল্লি বিমাবনন্দরে বিমান ওঠানামা ব্যাহত হয়েছে। শুক্রবার (১১ এপ্রিল) সন্ধ্যায় আচমকা এই ধুলোঝড়ের ফলে দিল্লি বিমানবন্দরে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।

সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ধুলোঝড় ও ঝড়ো বাতাসের কারণে অনেক বিমান দিল্লির বিমানবন্দরে নামতেই পারেনি। সেগুলো নিকটবর্তী অন্য বিমানবন্দরে অবতরণ করানো হয়েছে। এর কারণে কমপক্ষে ২০৫টি ফ্লাইট বিলম্বিত হয়েছে।

 

সংবাদ সংস্থা এএনআইকে একজন কর্মকর্তা বলেন, ধুলোঝড়ের কারণে অনেক ফ্লাইট ঘুরিয়ে দেয়া এবং বাতিল করা হয়। এর ফলে দিল্লি বিমানবন্দরে ফ্লাইটের জন্য অপেক্ষারত যাত্রীদের অসুবিধার সৃষ্টি হয়েছিল। ঘুরিয়ে দেয়া ফ্লাইটগুলো দিল্লিতে পৌঁছাতে সময় নিয়েছিল এবং এর ফলে বিমানবন্দরে যাত্রীদের ভিড় তৈরি হয়।

 

আরও পড়ুন: ‘আমরা কখনও টেবিলে বন্দুক রেখে আলোচনা করি না’

 

শুক্রবার দিল্লি থেকে অনেক বিমান নির্ধারিত সময়ে ছাড়তে পারেনি। যে বিমানগুলো দিল্লি বিমানবন্দরে নামার কথা ছিল, তার বেশ কয়েকটি চণ্ডীগড়ে অবতরণ করেছে। রাত থেকে টানা ১২ ঘণ্টার বেশি সময় বিমানবন্দরে আটকে আছেন যাত্রীরা।

 

এয়ার ইন্ডিয়া ও  ইন্ডিগোর মতো বিমান সংস্থাগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে এক্সে এ পরামর্শ জারি করলেও অনেক যাত্রী তাদের দুর্দশার কথা জানেয়েছেন।

 

শুক্রবার সন্ধ্যার এই ঝড়ের জেরে বেশ কয়েকটি অঞ্চলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। বহু গাছ উপড়ে যায় এবং বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে। পরিস্থিতির মোকাবিলায় দ্রুত পদক্ষেপ নেয়া শুরু করে দিল্লি প্রশাসন।

 

আরও পড়ুন: তাজমহলের মালিকানা দাবি হায়দরাবাদের এই ব্যক্তির

 

আচমকা আবহাওয়ার পরিবর্তনের কারণে শুক্রবার রাতে দিল্লিতে লাল সতর্কতা জারি করেছিল আবহাওয়া বিভাগ। আপাতত দু’এক দিন এমন আবহাওয়া থাকতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে। ধুলোঝড়ের সম্ভাবনাও রয়েছে। দমকা হাওয়ার গতি পৌঁছে যেতে পারে ঘণ্টায় ৮০ কিলোমিটার পর্যন্ত। দিল্লির পাশাপাশি এই ধরনের আবহাওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরপ্রদেশ, হরিয়ানার বেশ কিছু অংশে।
 

]]>
সম্পূর্ণ পড়ুন