ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, স্থানীয় সময় সোমবার (২১ এপ্রিল) সকাল ১০টার দিকে লাল গালিচা সংবর্ধনার মধ্য দিয়ে ভারতে পা রাখেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
রাজধানী দিল্লির পালাম টেকনিক্যাল এরিয়ায় ভ্যান্সকে অভ্যর্থনা জানায় দেশটির সামরিক বাহিনী। সফরসঙ্গী হিসেবে ভ্যান্সের সঙ্গে এসেছেন তার ভারতীয় বংশোদ্ভূত স্ত্রী উশা ভ্যান্স ও তিন সন্তান।
আরও পড়ুন: ভিসা বাতিল করায় ট্রাম্পের বিরুদ্ধে ভারতীয় ও চীনা শিক্ষার্থীদের মামলা
ভ্যান্সের এই সফর এমন সময়, যখন যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্যযুদ্ধ নতুন উচ্চতায়। পাশাপাশি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতসহ বিভিন্ন দেশের পণ্যের ওপর ২৬ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। যদিও তা আপাতত ৯০ দিনের জন্য স্থগিত। এই বিরতির মধ্যেই দ্রুত বাণিজ্য চুক্তির চেষ্টা করছে নয়া দিল্লি।
প্রথম দিনেই প্রধানমন্ত্রীর বাসভবনে মোদির সঙ্গে বৈঠকে বসেন ভ্যান্স। আলোচনায় উঠে আসে বাণিজ্য চুক্তি দ্রুত চূড়ান্ত করা এবং দুই দেশের মধ্যে ২০৩০ সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ৫০০ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য। এছাড়াও নিরাপত্তা, আঞ্চলিক ও বৈশ্বিক পরিস্থিতি এবং চীনের প্রভাব মোকাবিলায় কৌশলগত অংশীদারত্ব নিয়েও আলোচনা হয় দুই নেতার।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে ট্রাম্পবিরোধী বিক্ষোভ
ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচনে জেডি ভ্যান্সের এই সফর কতটা ফলপ্রসূ হয়, তা নির্ভর করছে আসন্ন দিনগুলোতে আলোচনার ফলাফলের ওপর।
]]>