ভোলায় হুমকিতে শিক্ষাপ্রতিষ্ঠান, বসতবাড়ি ও শহররক্ষা বাঁধ

৩ সপ্তাহ আগে
ভাঙছে মেঘনার তীর। এরইমধ্যে ভোলা সদর উপজেলার প্রায় ৪০০ মিটার অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। হুমকিতে আছে ৪ ইউনিয়নের শিক্ষাপ্রতিষ্ঠান, বসতবাড়ি এবং শহররক্ষা বাঁধ। ভাঙন রোধে স্থায়ী টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি এলাকাবাসীর।

ভোলার সদর উপজেলার শিবপুর মাছঘাট সংলগ্ন ৫০০ মিটার এলাকায় ভাঙন দেখা দিয়েছে মেঘনা নদীতে। এরইমধ্যে লোকালয়ের প্রায় ৪০০ মিটার অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

 

ভাঙনের হুমকিতে আছে শিবপুর মাছঘাটসহ ৪ ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠান, বসতবাড়ি ও ফসলি জমি। এমনকি, আর ৬০ মিটার ভাঙলেই শহররক্ষা বাঁধটিও বিলীন হয়ে যাবে। মানববন্ধনের সাম্প্রতিক ছবি স্থায়ী টেকসই বেড়িবাঁধ নির্মাণে সম্প্রতি নানা কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।

 

আরও পড়ুন: মেঘনায় ইজারা শর্ত ভেঙে বালু তোলায় বাড়ছে ভাঙন ঝুঁকি

 

যদিও ভাঙন ঝুঁকিতে থাকা নদীতীর রক্ষায় বর্তমানে জরুরি ও পরে স্থায়ী ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

 

পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মুহাম্মদ হাসানুজ্জামান সময় সংবাদকে বলেন, 

ডিপিপি পাস হয়ে গেলে প্রায় ৪ কিলোমিটার দৈর্ঘ্যের নদীর তীর সংরক্ষণ এবং বন্যা নিয়ন্ত্রণ বাঁধ এখানে অন্তর্ভুক্ত আছে। এক্ষেত্রে স্থায়ীভাবে নদী ভাঙন থেকে মুক্তি পাওয়া যাবে বলে আশা করা যায়।

 

আরও পড়ুন: নতুন বাঁধে ভাঙন, ১৬ কোটি টাকাই জলে!

 

মেঘনা নদীর ঝুঁকিপূর্ণ ৪ কিলোমিটার তীর সংরক্ষণ ও ৬ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণে ৬২৬ কোটি টাকার একটি প্রকল্প সংশ্লিষ্ট দফতরে জমা দিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

]]>
সম্পূর্ণ পড়ুন