ভোলায় যুবককে তুলে নিয়ে হাত-পা ভেঙে চোখ উপড়ে দিলো প্রতিপক্ষ

৪ সপ্তাহ আগে
ভোলার বোরহানউদ্দিনে পূর্ব শত্রুতার জেরে মো. হাসান (২৩) নামে এক যুবককে তুলে নিয়ে হাত-পা ভেঙে ছুরি দিয়ে তার দুই চোখ উপড়ে দিয়েছে প্রতিপক্ষের লোকজন।

শুক্রবার (৪ এপ্রিল) রাত ৮টার দিকে দেউলা ইউনিয়নের ঝিটকা বাজার এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

 

গুরুতর আহত অবস্থায় হাসানকে প্রথমে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসার পর তাকে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে অবস্থার অবনতি হলে রাতেই উন্নত চিকিৎসার জন্য বরিশালে রেফার করা হয়।

 

আহত হাসান ও তার বাবা রতন মাঝি জানান, দুই দিন আগে একই এলাকার রুবেল গ্রুপের সঙ্গে তাদের মারামারির ঘটনা ঘটে। ওই ঘটনার জেরে শুক্রবার রাতে মোবাইল ফোনে ডেকে হাসানকে ঝিটকা বাজারের পাশে নিয়ে যায় ২০–২৫ জনের একটি দল। সেখান থেকে তুলে নিয়ে যায় স্থানীয় আলাউদ্দিনের বাড়িতে। পরে সেখানে তাকে বেধড়ক মারধর করে, হাত-পা ভেঙে দেয় এবং ছুরি দিয়ে চোখ উপড়ে ফেলে।

 

আরও পড়ুন: ভোলায় ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার

 

হাসানের পরিবারের অভিযোগ, পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে এমন নির্মম হামলা চালানো হয়েছে। পরে তার বিরুদ্ধে মাদক সেবন ও বিক্রির অপবাদ দিয়ে পরিস্থিতিকে অন্যদিকে নেয়ার চেষ্টা চলছে। তারা এই হামলার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন।

 

ঘটনার বিষয়ে শুক্রবার গভীর রাত পর্যন্ত পুলিশ ও অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

]]>
সম্পূর্ণ পড়ুন