শুক্রবার (৪ এপ্রিল) রাতে ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মিজানুর রহমান মাসুদ ও সদস্য সচিব মো. মুনতাসীর আলম চৌধুরী রবিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে একই দিন দুপুরে চরফ্যাশনের দুলারহাট থানাধীন আবু বকরপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মাতাব্বর বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত মাসুদ ওই এলাকার আব্দুল খালেকের ছেলে। তিনি ঢাকায় ক্ষুদ্র ব্যবসা করতেন।
আরও পড়ুন: ভোলায় স্বেচ্ছাসেবক দল নেতার হামলায় নিহত ১, আহত ৬
এ ঘটনায় প্রধান অভিযুক্ত মো. আল আমিন আবু বকরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ছিলেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে মো. আল আমিনকে প্রাথমিক সদস্যপদসহ স্বেচ্ছাসেবক দলের সব পর্যায়ের পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি দলের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না রাখার নির্দেশও দেয়া হয়েছে।
]]>