শুক্রবার (১৮ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে বাস টারমিনাল এলাকায় ইন্ট্রাকো রিফুয়েলিং কোম্পানির গ্যাস পরিবহনের দায়িত্বে থাকা একটি গাড়ি আটকে দেন তারা।
এ সময় বিক্ষুব্ধ ছাত্র-জনতা ‘ভোলার গ্যাস ভোলাতেই চাই’, ‘ভোলায় কলকারখানা চাই’—এই স্লোগানে এলাকায় উত্তেজনা ছড়ায়।
এর আগে শুক্রবার সকালে ব-দ্বীপ ছাত্র কল্যাণ সংসদের ব্যানারে গ্যাসভিত্তিক শিল্প কারখানা স্থাপন, ঘরে ঘরে গ্যাস সংযোগ, গ্যাস পাচার বন্ধসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন ও মিছিল হয়।
পুলিশ ও ইন্ট্রাকোর কর্মীরা জানান, প্রতিদিনের মতো শুক্রবার রাতেও গ্যাস সিলিন্ডার বোঝাই একটি গাড়ি ঢাকার উদ্দেশে রওনা দিলে বাস টারমিনাল এলাকায় ছাত্র-জনতা সেটি আটক করে। পরে স্থানীয়দের জিম্মায় গাড়িটি রাখা হয়।
আরও পড়ুন: ভোলায় ৩ লাখ পিস ইয়াবা ধ্বংস করল কোস্টগার্ড
ভোলা সদর মডেল থানার এসআই ওয়াসিব আলম বলেন, ‘বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাদের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।’
ইন্ট্রাকো কোম্পানির স্থানীয় প্রতিনিধি হাফিজ উদ্দিন জানান, ‘ছাত্র-জনতার দাবির পরিপ্রেক্ষিতে গাড়িটি ঢাকায় না পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।’
উল্লেখ্য, ২০২৩ সালের মে মাসে ভোলার গ্যাস ঢাকায় সরবরাহের জন্য রাষ্ট্রায়ত্ত সুন্দরবন গ্যাস কোম্পানির সঙ্গে চুক্তি করে ইন্ট্রাকো রিফুয়েলিং কোম্পানি। প্রাথমিক পর্যায়ে দৈনিক ৫ মিলিয়ন ঘনফুট গ্যাস ঢাকার ১৮টি কারখানায় সরবরাহ করা হচ্ছে।
]]>