সোমবার (১৬ জুন) দুপুরে দুর্ঘটনার পরপরই তার মৃত্যু হয়। নিহতের বাড়ি পার্শ্ববর্তী লালমোহন উপজেলার কালমা গ্রামে।
স্থানীয় ব্যবসায়ী আসাদুল হক মাতাব্বর জানান, সোমবার দুপুরে অটোরিকশা চালক মো. মিজান পাওয়ার টিলারের (জমি চাষাবাদের জন্য ব্যবহৃত) চাকায় হাওয়া দিতে কুঞ্জের হাটের জাকিরের ওয়ার্কশপে আনেন। এ সময় দোকান মালিক জোহরের নামাজের আদায় করতে মসজিদে থাকায় পাওয়ার টিলার মালিক বাদশা ও মিজান চাকায় হাওয়া দিতে নেন। হাওয়া দেয়ার একপর্যায়ে বিকট শব্দে চাকা বিস্ফোরণে মিজানের মাথার খুলি উড়ে যায়। মুমূর্ষু অবস্থায় তাকে হাসপাতাল নেয়ার পথে মারা যান।
আরও পড়ুন: বাস-ট্রাক সংঘর্ষে ইবি শিক্ষার্থী নিহত
বোরহানউদ্দিন থানার এসআই মো. জাফর জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। হাসপাতালে নেয়ার পথে মিজানের মৃত্যু হলে পরিবারের লোকজন মরদেহ বাড়িতে নিয়ে যায়। দুর্ঘটনার বিষয়ে নিহতের স্বজনদের কোনো অভিযোগ নাই।